একজন প্রশ্ন করেছেন।এখানে জানার জন্য শেয়ার করলাম।উত্তর দেয়া হলে প্রশ্নকারীকে জানিয়ে দিব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নিজে ইনকাম করি না।জব করি না।পারিবারিক ভাবে আর্থিক ভাবে সম্পূর্ন নির্ভরশীল।আমার পরিবারের কাছে কিছু চাইতে খুব লজ্জা ও লাগে।কিছু চাইলে আমাকে অনেক বাহানা,বা ইনকাম কেন করি না এসব কথা বলা হয়।
আমার দ্বীনি পড়াশোনার জন্য বই লাগে সেসব কিনতেও টাকা লাগে।দ্বূীনি পড়া ছাড়াও অন্য বিষয় তেও টাকা লাগে যেমন অন্য কোর্স।কোন কিছুর জন্য বাসায় টাকা চাইতে পারি না।এমতাবস্থায় নিজে সরাসরি কারো কাছে সাহায্য চাইতেও লজ্জা লাগে।
১)বই বিতরণ এর জন্য টাকা কালেক্ট করে নিজে পড়ে,বই যদি নিজের কাছে রেখে দেই সেটা কি প্রতারনা হবে?আমার করনীয় কি?
২)বিভিন্ন কোর্সের যে টাকা লাগে সেগুলোর জন্য যদি ইনডিরেক্ট ভাবে সাহায্য চাই,কোন ফান্ডের টাকা কোর্সের জন্য খরচ করি আমি কি প্রতারক হব?
৩)পারিবারিক ভাবে আলহামদুলিল্লাহ স্বচ্ছল কিন্তু ব্যক্তিগত ভাবে আমিই পারি না খরচ করতে,সেক্ষেত্রে সাদাকার টাকা আমি যদি নিজে খরচ করি আমি কি প্রতারক হব?যাকাত তো আমার জন্য প্রযোজ্য না সেটা জানি।সাদাকা কি গ্রহন করতে পারব?নিজের পরিবারের সদস্যদের জন্য খরচ করাও তো সাদাকা।তাহলে আমি কি সাদাকা গ্রহন করতে পারব?
৪)এমতাবস্থায় আমার করনীয় কি?আমার তো বিভিন্ন ভাবে খরচ লাগে।আমি নিজে ইনকাম না করায় কিছুই করতে পারি না।একটা বইও বাসা থেকে কিনে দিবে না যে কোন কারনেই হোক,কোন কোর্স ফিও না।দিলেও হাজারটা কথা বলা শোনা লাগবে।
আমার নিজের কিছু(হাজার বিশেক) জমানো টাকা আছে।সেগুলো মাঝে মধ্যে সাদাকা বা কোন প্রয়োজনে খরচ করার জন্য রেখেছি।সেখান থেকে খরচ করি।এছাড়া আমার কিছু নেই।সেগুলো শেষ হয়ে গেলে সব শেষ।এজন্য সেগুলো আলাদা রেখেছি কোন কাজের জন্য।
৫)আমি যদি মনে মনে এমন নিয়ত করি যে,এখন সাদাকার টাকা খরচ করে আমি আমার প্রয়োজন মিটাই,পরে যখন আমার হাতে টাকা আসবে(স্বাভাবিক ভাবেই আমার অবস্থা তো সারাজীবন এমন থাকবে না,ইনশাআল্লাহ,) তখন আমি সাদাকা করে দিব।আল্লাহ কি আমাকে আমানতের খিয়ানতকারী হিসেবে গন্য করবেন? আমার কি গুনাহ হবে?
৬)আমার খুব খারাপ লাগে,টাকার অভাবে অনেক কিছু করতে পারি না,নিজেকে খুব ছোট মনে হয়। কোথাও স্কলারশিপ চাইলেও ছোট হতে হয়। আমি কি ইনডিরেক্ট ভাবে সাদাকা গ্রহন করতে পারব আমার প্রয়োজন পূরনের জন্য?
উল্লেখ্য যে বাবা ব্যাংকার ছিলেন,ওনার ইনকাম হারাম।মা জব করেন,বেপর্দা পর পুরুষের সাথে যোগাযোগ করে কাজরকরতে হয় ওনার।মডারেট মুসলিম সবাই এককথায়।