ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
টাকা নির্দিষ্ট করণের দ্বারা নির্দিষ্ট হয় না।সুতরাং আপনি একাউন্ট থেকে অতিরিক্ত সুদের টাকা না তুলে অন্য টাকা থেকে অতিরিক্ত সুদের টাকার সমপরিমাণ টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করলে সদকাহ আদায় হবে।
وذكر في الذخيرة أن الفلوس بمنزلة الدراهم والدنانير في أنها لا تتعين بالتعيين
টাকা পয়সা দিরহাম দিনারের মতই।এগুলো নির্দিষ্ট করণের দ্বারা নির্দিষ্ট হয়না।
(গামযু উয়ুনিল বাচাঈর ফি শরহে আশবাহ ওয়ান-নাযাঈর-৩/৩৫১)
https://www.ifatwa.info/1900 নং ফাতাওয়ায় বলেছি যে,
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি নিজের পকেট থেকে সুদের পরিমাণ টাকা সদকাহ করলেও হবে।