আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
481 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (51 points)
আসসালামু আলাইকুম
সুরা আম্বিয়া তে উল্লিখিত হযরত ইউনুস আঃ এর দোয়া-
‘আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম যালিম’ ।

আবার সূরা নূহ এর শেষ আয়াত -

71:28

رَبِّ اغۡفِرۡ لِیۡ  وَ لِوَالِدَیَّ  وَ لِمَنۡ دَخَلَ بَیۡتِیَ  مُؤۡمِنًا وَّ لِلۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ؕ وَ لَا تَزِدِ الظّٰلِمِیۡنَ  اِلَّا تَبَارًا ﴿٪۲۸﴾
Bengali - Bayaan Foundation
‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’


এই দুই যায়গায় কি জালিিম শব্দটা একই অর্ত্থ বহন করে? নাকি প্র্রথম ক্ষেত্রে ইউনুস আঃ  এর আল্লাহ এর প্রতি ভয় এবং আনুগত্য প্রকাশ পেয়েছে এবং দ্বিতীয়  ক্ষেত্রে নুহ আঃ এর যালিমদের প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে?

উত্তরটা জানলে উপকৃত হব।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
তাফসীরে জ্বালালাইন কিতাবে উক্ত দুনু আয়াতের তাফসীর এভাবে লিখা হয়,
{ﻻَ ﺇﻟَﻪ ﺇﻻَّ ﺃَﻧْﺖَ ﺳُﺒْﺤَﺎﻧﻚ ﺇﻧِّﻲ ﻛُﻨْﺖ ﻣِﻦْ اﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ} 
ﻓِﻲ ﺫَﻫَﺎﺑِﻲ ﻣِﻦْ ﺑَﻴْﻦ ﻗَﻮْﻣِﻲ ﺑِﻼَ ﺇﺫْﻥٍ
হে আল্লাহ আপনার অনুমতি ব্যতীত আমার কওম থেকে চলে যাওয়ার জন্য নিজেকে জালিম মনে হচ্ছে।এজন্য আপনার পবিত্রতা বর্ণনা করছি।আপনি ব্যতীত আর কোনো মা'বুদ নেই।

{ﻭَﻻَ ﺗَﺰِﺩْ اﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ ﺇﻻَّ ﺗَﺒَﺎﺭًا} ﻫَﻼَﻛًﺎ ﻓَﺄُﻫْﻠِﻜُﻮ
হে আল্লাহ আপনি জালমদেরকে জন্য ধংশকে প্রবল করে দেন ফলশ্রুতিতে ওরা ধংশ হয়ে যাবে।

এই দুনু আয়াতে জালিম শব্দটা একই অর্ত্থ বহন করছে না।প্রথম আয়াতে ইউনুস আঃ এর আল্লাহ এর প্রতি ভয় এবং আনুগত্য প্রকাশ পেয়েছে। আল্লাহ কে ভয় করে অপরাধ নয় এমন জিনিষের বেলায় ও নিজেকে অপরাধী ভাবছেন।

আর দ্বিতীয় আয়াতে নুহ আঃ এর ঘৃণা যালিমদের প্রতি কি রূপ ছিল,এবং তারা নুহ আঃ কে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছিলো,সেটাই প্রকাশ পেয়েছে?


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...