আসসালামু আলাইকুম শায়েখ,, নিম্নোক্ত আমলগুলো সহীহ কিনা? আমি কি এগুলো আমল করতে পারব?
১✪কুরআন মাজীদ প্রতি মাসে একবার খতম করা সুন্নাত
২✪ প্রতিদিন ২০০বার সূরা ইখলাস পাঠ করলে তার ৫০বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে
[সুনানে তিরমিজিঃ২৮৯৮]
৩✪রাতে বিছানায় শুয়ে ডান কাতে ১০০বার সূরা ইখলাস পড়লে,আল্লাহ ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন..
[সুনানে তিরমিজিঃ২৮৯৮]
৪✪একবার সূরা ইয়াসিন পড়লে ১০বার কুরআন খতমের সাওয়াব দেবেন..
[সুনানে তিরমিজিঃ২৮৮৭]
৫✪আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন পড়লে ঐরাতের সকল গুনাহ মাফ করে দিবেন..
[সুনানে দারেমীঃ৩৪৬০]
৬✪দিনের বেলায় সূরা ইয়াসিন পড়লে তার সকল হাজত পূর্ণ করা হবে.
[সুনানে দারেমীঃ৩৪৬১]
৭✪জুমু'আর রাতে সূরা দূখান পড়লে তাকে মাফ করা হবে
[সুনানে তিরমিজি ঃ২৮৮৮]
৮✪প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়লে কখনো অভাবে পতিত হবেনা।
[মুসনাদে আবি সায়বাঃ৩৫৮৭৩]
৯✪সুরা হাশরের শেষ ৩আয়াত সকালে এবং রাতে ৩বার পড়লে আল্লাহ ৭০হাজার ফেরেশতা নিযুক্ত করবেন,এবং সেদিন যদি মৃত্যু হয় তাহলে শহিদী মর্যাদা পাবে,,যারা সারাদিন তার জন্য ইস্তিগফার করবে,
[সুনানে তিরমিজি ঃ২৯২২]
১০✪সূরা আলে ইমরানের ২৬,২৭ নং আয়াত পড়লে আর্থিক দারিদ্র্য দূর হয়..
[আজ জুযাজ,তাফসীরে মায়ানিউল কুরআন ও ইরাবুহ,১ম খন্ড,পৃঃ৩৯২]
১১✪ "ঈশার নামাজের পর প্রথমে ১১বার দরুদ শরীফ+সূরা মুযাম্মিলের ৯আয়াত পর্যন্ত পড়ে ২১ বার হাসবুনাল্লাহু ওয়ানি'আমাল ওয়াকিল......পড়ে আবার মুযাম্মিলের ১০থেকে ২০আয়াত পর্যন্ত পড়ে আবার দরুদ শরীফ পড়লে নাকি মনের আশা পূর্ণ হয়",এটা আমার শাশুড়ী বলেছেন..