এক বোনের পক্ষ থেকে প্রশ্ন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
স্বামী যদি স্ত্রীকে ঠান্ডা মাথায় বলে তোমাকে আমি মনে মনে তালাক দিয়েছি,আজকে তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি যদি এখন আমার সাথে থাক তবে তোমার পাপ হবে।এগুলো বলার সময় কোনো সাক্ষী ছিল না স্ত্রী ব্যতীত। এরপর স্ত্রী যখন পর্দা করে সাথে সাথে,তখন স্ত্রীর সাথে অস্বীকার করে। পরে আবার যখন স্ত্রীর বাবা মা এসে জিজ্ঞেস করে তখনও অস্বীকার করে আর কথা ঘুরিয়ে বলে।
এতে কি তালাক হয়েছে? ★স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বামী এসব বলছে।
★ (উল্লেখ্য, আগেও একবার স্ত্রীকে কয়েকবার" তুমি মুক্ত " বলেছিল। তখন এখানে জিজ্ঞেস করা হলে বলা হয় যে কেনায়া ১ তালাক হয়েছে এতে। কিন্তু তখনও সে এটা অস্বীকার করে যে সে তালাকের কথা মাথায় রেখে বলেনি, বা সে জানেও না যে এভাবে বললে তালাক হয়।তখন শায়েখকে আবার জিজ্ঞেস করা হলে বলেন তাহলে আবার সংসার করতে পারবে, আর সে যদি নিয়তকে অস্বীকার করে তবে তার পাপ হবে,স্ত্রীর হবে না।তাই আবার দুজনে সংসার করে।)
ইসলামে কি স্ত্রী গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া যায়? দিলেও কি তা কার্যকর হয়? একজন উকিলকে জিজ্ঞেস করা হলে বলেন যে এ অবস্থায় নাকি তালাক কার্যকর হয় না।কিন্তু কেউ যদি মুখে তালাক দিয়ে ফেলে তবেও কি তা কার্যকর হবে না?
তালাক হয়ে গেলে মোহরানার টাকা ব্যতীত অন্যকেনো ভরণপোষণের দায়িত্ব কি স্বামীর থাকে?