আসসালামু আলাইকুম
আমি এবং আমার স্ত্রীর মাঝে এক তালাকে বায়েন হয়ে গেছে। ভাবছি কিছু দিন পর আমাদের বিয়েটা আবার নবায়ন করবো।কিন্তু গতকালকে আমার ওর সাথে কথোপকথনের এক পর্যায়ে ওকে বুঝানোর জন্য বলি,
ওই দিন একটা হুজুরের বক্তব্য শুনছিলাম, গান হিন্দি গান বা যে কোন গান এগুলাতে শিরক,কুফর থাকে। যার কারণে ইমান চলে যেতে পারে। আর ইমান চলে গেলে স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যায়। তাই বলছিলাম আগে যা এ শুনছ গান এখন থেকে তওবা করে ফেল। আর শুইন্ন না। খুব মারাত্মক কথা।
তখন সে বলে মানে গান শুনলে আমার আর তোমার মাঝে তালাক হয়ে যাবে?
তখন আমি বুঝানোর জন্য আবার বলি,"গান শুনলে না শিরক, কুফর হয় আর শিরক বা কুফর হলে ইমান চলে যায়। আর ইমান চলে গেলে তালাক হয়ে যায় " তার পর আরো বলি, হাল্কা ভাবে নিও না। খুব মারাত্মক কথা তালাক পর্যন্ত হয়ে যেতে পারে।
কিন্তু আমরা সাধারণ মানুষেরা বুঝে না। কবিরা গুনা হলে তওবা করলে মাফ হয়ে যায় কিন্তু এটা এমন একটা ব্যপার যে,তালাক হয়ে গেলে ফেরানোর আর লাইন নাই পরে আফসোস করতে হয়।এই জন্য বেশি জোড় দিয়ে বলতেছি।
তখন সে বলে, তালাক হয় এটা তো জানতাম না।
আমি আবার বুঝানোর জন্য বলি,এটা একটা প্রক্রিয়া, মনে করো গান শুনলা এই গানের কারণে শিরক বা কুফর হল এই কুফর হলে ইমান চলে যায়।যখন ইমান চলে যায় তখন অটোমেটিক তালাক হয়ে যায়।কিন্তু আমরা এই বিষয়টা খেয়াল করি না।
উক্ত কথোপকথন দ্বারা কি কোন শর্ত তালাক বা অন্য কোন প্রকার তালাক পতিত হবে?