আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১ পাখির শুকনো পায়খানাতে যদি হাল্কা ভেজা কাপড় লাগে।এমন ভাবে লাগে যাতে,কাপড়েও পায়খানা ভরে নি আবার পায়খানাও শুকনাই আছে , ভেজেনি।এতে কাপড়টি নাপাক হবে?
২,বিড়াল তার জিহবা দিয়ে অনেক নাপাকি চাটে,এমনকি তার নিজের প্রসাব পরে তা দিয়ে নিজের গা চাটে।এতে কি বিড়ালের গা নাপাক হয়ে যাবে?