বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا: فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ البَوْلِ – قَالَ وَكِيعٌ: مِنْ بَوْلِهِ – وَأَمَّا الْآخَرُ: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ “.
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাঃ দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন। বললেন, এ দু’টি কবরে আযাব হচ্ছে। কোন বড় কারণে আজাব হচ্ছে না। একজনের কবরে আজাব হচ্ছে সে পেশাব থেকে ভাল করে ইস্তিঞ্জা করতো না। আরেকজন চোগোলখুরী করতো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৯৮০, বুখারী, হাদীস নং-১৩৬১}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(০১)
পেশাব যেহেতু নাপাক,তাই এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
আপনি যেহেতু নিশ্চিত নন যে
কাপড়ে নাপাকি লেগেছে কিনা,তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নামাজ হয়ে যাবে।
তবে সর্বোচ্চ সতর্কতা কাম্য।
(০২)
হ্য,উক্ত কাপড় পবিত্র হয়েছে।
(০৩)
শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে উক্ত কাপড় নাপাক হবেনা।
ওয়াসওয়াসাকে পাত্তা দিবেননা।
ছিটা সম্পর্কে আপনি নিশ্চিত হলে সেক্ষেত্রে নাপাক ধরে নিয়ে পাক করবেন।
(০৪)
হ্যাঁ, নাপাক হয়ে যাবে।
(০৫)
আপনি যদি নিশ্চিত হোন যে নামাজের আগে বা নামাজের শেষ পর্যন্ত এতো পড়িমান পুঁজ বেড়িয়েছে যে তাহা গড়িয়ে যাবে,তাহলে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে।
,
আর যদি এমনটি না হয়,তাহলে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবেনা।