আসসালামু আলাইকুম
ভার্সিটিতে ভর্তির সময় বিভিন্ন ফর্ম পূরণ করতে হয়,হলের জন্য বিভিন্ন কাগজপত্র, ফর্ম এর মধ্যে কিছু অঙ্গীকারনামাতেও স্বাক্ষর করতে হয়,এগুলো তে স্পষ্ট লেখা থাকে যে, "আমি ইলেক্ট্রিক হিটার,আইরন,অভেন,চুলা এই টাইপ ভারী কোনো জিনিস চালাবো না হলের বিদ্যুৎ ব্যবহার করে"। কিন্তু দেখা যায় যে অনেকেই এসব চালায়,ইভেন তাবলীগের ভাইদের রুমে রুমেও এসব ব্যবহার চলে আসছে। অঙ্গীকার করার পরেও বাস্তবে এসব না মেনে চলা এই ব্যাপারটা ইসলাম কীভাবে দেখে?