আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
পরিবার নিয়ে অনেক ঝামেলায় আছি,,,আমরা জয়েন পরিবার।আমার বাবা বিদেশ থাকে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে।এখন আমি এডমিশন দিচ্ছি আর আমার ছোট বোন ফোরে পড়ে।ভালো ইনকামই করতো আগে,,,এখন তো আরও ভালো পজিশনএ আছে আলহামদুলিল্লাহ।আমার বাবা কোনোদিন আমাদের কথা শুনে নি,,আমরা ছোট থেকে অনেক যন্ত্রণা সহ্য করেছি খাবার থেকে শুরু করে থেকেছি রান্না ঘরে,,,জামা রেখেছি বিস্কুট এর কার্টনে যন্ত্রনাটা এইখানেই বাবা এত ভালো পজিশনে থেকেও এই অবস্থায় ছিলাম।অনেক রাতে সবাই তরকারি দিয়ে খেয়ে ফেলতো আমি আম্মু বিস্কুট খেয়ে ঘুমাতাম।এমন অনেক কিছু ফেস করেছি আলহামদুলিল্লাহ। আব্বুকে বলতাম না শুনার বান করে থাকতো,,আর এখন টাকার হুমকি দেয়।আমার দাদি কুফরি করে,,আমার ফুফুকেও এইভাবেই বিয়ে দিছে।সবাইভাবে আব্বুকেও এমন করেছে।আজও আমি এত বড় হয়ে গেছি আব্বু আমার কথা শুনে না।এমন কোনদিন যায়নি আমি আব্বু আম্মু কে ঝগড়া করতে দেখি নি।আমি ছোট থেকে এইসব দেখে বড় হয়েছি।অনেক কানতাম।আমি অনেক চাইতাম এমন একটা সকাল আসতো সব ঠিক হয়ে যেতো। আমার আম্মু অনেক যন্ত্রনা সহ্য করছে,,,২২ বছর এর সংসার।আম্মু এখন আর পারে না,,অনেকবার আম্মু চলে যেতে চাইছে আমি অনেকভাবে বুদ্ধি করে ঠিক করেছি।আমি নানু বাড়ীতে ছিলাম ঢাকায় ছিলো কলেজ।এডমিশন তাই বাসায় আছি।এর মধ্যে আমি আল্লাহ পথে চলার চেষ্টা করি,,আমার এই চলায় আম্মুকে ছাড়া আমি কাউকে পাশে পাইনি।আমার দাদি বলে পর্দা করলে বিয়ে হবে না।নাউজুবিল্লাহ
বাবা বলে ফুফা সামনে যাও না,কেন আম্মু বলে ফুফা তো মাহারাম না বাবা বলছে এইটা কিসের পর্দা।আম্মু আব্বু প্রতিদিন কথা কাটাকাটি করে, আম্মুকে আমি অনেক বুঝাই মাঝেমধ্যে আর আমার হাতে আর,কিছু থাকে না।বলে আমি বাবা,কে কিছু বলি না নানান কথা।আম্মু চলে যাবে।
বাবাকে কিছু বলা যায় না।একদিন বলছিলাম বলে বেশি কথা বলবি না আমার,মা যেভাবে বলে অইভাবে থাকলে থাক নয়তো চলে যা।এইটাও বলছে আমাদের জন্য নাকি আম্মুকে রাখছে।
আম্মু অনেক পেইন পায়,আমার নিজের চোখে দেখা।আমার কিছু করার নেই।সামর্থ্য নেই যে আম্মুকে নিয়ে চলে যাবো।
আজকেও ঝগড়া হইছে আমি লিখছি আর কান্না করছি।
আমি কি করবো উস্তাদ,আমাকে একটা উপায় বের,করে দেন।
আমার এই যন্ত্রণাকে আমি কিছুই মনে করিনা,,,,নিশ্চয়ই আল্লাহ সব দেখছেন।আল্লাহ একদিন সব ঠিক করে দিবে।আরা এত দিবেন যে আমি খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ।
কিন্তু আমার আব্বু আম্মু তো আর বুজে না।আর আশেপাশে মানুষ তো আছেই।হয়তো আম্মুর জায়গায় থাকলে আমিও এমনটাই করতাম।আল্লাহ ভালো জানেন।আমাকে একটা উপায় বলে দেন উস্তাদ।
আরেকটা প্রশ্ন ছিলো আমি কখনো ভ্রু প্লাক করিনি ইনশা আল্লাহ করবো ও না।কয়েকবার শুং দিয়ে নিজেরটা নিজে সাইজ করছিলাম।আল্লাহ আমাকে, মাফ করুক।
কয়েক বার করছি।আমার অনেক খারাপ লাগছে আমি এখন কি করতে পারি।