আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
992 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

শায়েখ,

১।কোন মহিলা কি রেশমের কাপড় দিয়ে তার স্বামীকে হস্তমৈথুন করিয়ে দিতে পারবে এটা কি জায়েজ?

২।স্ত্রী যদি রেশমের কাপড় পরে ঘুমায় তাহলে কি স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে?

৩। স্ত্রী যদি রেশমের কাপড় পরে তাহলে কি স্বামী কি সেই রেশমের কাপড়ের উপর দিয়ে স্ত্রীকে উপভোগ করতে পারবে উদাহরণ স্পর্শ,  চুম্বন, আলিংগন এগুলো?

৪।স্ত্রীর যদি মাসিক হয় তাহলে কি স্ত্রীর মাসিক অবস্থায় কি স্ত্রীর যোনিতে হাত দেয়া যাবে?

৫।স্ত্রী  যদি ঘুমানো অবস্থায় থাকে তাহলে স্বামী কি স্ত্রীকে উপভোগ করতে পারবে উদাহরণ স্পর্শ, চুম্বন, আলিংগন এগুলো ?  উল্লেখ স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকলে।

৬।স্ত্রী  যদি ঘুমানো অবস্থায় থাকে তাহলে স্বামী কি স্ত্রীর সাথে সহবাস করতে পারবে? উল্লেখ স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকলে।

৭।একটা ওয়েব সাইয়েটে দেখেছি স্ত্রীর পায়ে চুম্বন করা জায়েজ উপভোগের জন্য । এখন প্রশ্ন হলো উপভোগের জন্য  স্ত্রী স্বামীর পায়ে স্বামী স্ত্রীর পায়ে চুম্বন করা কি জায়েজ?

৮।স্বামী স্ত্রী একে অপরের সাথে সহবাস করার সময় কি কথা বলা যাবে?

৯।স্বামী স্ত্রী উপভোগ করার সময় কি উত্তেজনামূলক শব্দ বলা যাবে কি?

১০। স্ত্রীকে উপভোগ করার সময় এমন কথা যা অন্যের সামনে বলা যাবে না এমন কথা স্ত্রীর সামনে বলা যাবে কি উত্তেজনার জন্য? স্ত্রী কি স্বামীকেউ এমন কথা বলতে পারবে?

১১।স্ত্রীকে উপভোগ করার সময় স্ত্রীর শরীরের বিভিন্ন অংশকে অন্য নামে বলা যাবে কি উদাহরণ স্ত্রীর লজ্জাস্থানকে লজ্জাস্থান না বলে অন্য  নাম বলা উত্তেজনার জন্য যেটা একটু লজ্জাকর! তাই আপনাকে বলতে পারছি না!  স্ত্রী কি স্বামীকেউ এসব নাম বলতে পারবে?

১২। স্বামী কি স্ত্রীর পিছনে মানে নিতম্বের মাঝে নিজের লজ্জাস্থান ঘর্ষন করতে পারবে? উল্লেখ স্ত্রীর মলদ্বারের ছিদ্রর ভিতর না বাইরে নিতম্বে।

১৩।স্ত্রীর সাথে সহবাসের সময় লজ্জাস্থানে পিচ্ছিল জাতীয় যেমন তেল, মেরিল বা ভেসলিন ব্যবহার করা কি জায়েজ?

১৪। স্ত্রীর নিতম্বের মধ্যে এবং মলদ্বারের বাইরে বীর্যপাত করা কি জায়েজ?

১৫।সহবাসের সময় আযান দিলে কি করব সহবাস বাদ দিব নাকি সহবাস দ্রুত করে শেষ করব?

১৬। আমার কাকা একাটা শুধি এনজিওতে কাজ করে মাঝেমধ্যে সে আমাদের জন্য খাবার নিয়ে আসে তার এই খাবার খাওয়া কি আমাদের জন্য জায়েজ নাকি হারাম। সে যদি কোন হাদিয়া দেয় তাহলে সেটা নেয়া যাবে?

১৭।শায়েখ সবসময় অনলাইনে থাকা হয় না তাই আপনাদের ifatwa ওয়েবসাইট থেকে প্রশ্ন এবং উত্তর যদি আমি কপি করে  অন্য জায়গায় রাখি যাতে করে সেটা আমি অফলাইনে থাকলেও দেখতে পারব আমি কি এমনটা করতে পারব জানার জন্য? এরকম করে রাখলে আমি অনেক উপকৃত হব ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (574,050 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ

نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ

তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।(সূরা বাকারা-২২৩)

আল্লাহ অত্র আয়াতে স্ত্রীর সাথে সহবাস ও স্ত্রীর নিকট থেকে ফায়দা গ্রহণের মূলনীতি মূলক আলোচনা করছেন।সুতরাং পিছনের রাস্তা ব্যতীত স্ত্রীর কাছ থেকে যেকোনো পদ্ধতিতে ফায়দা গ্রহণ করা যাবে, এ অনুমতি রয়েছে।

সুতরাং স্ত্রীর শরীরের যেকোনো অঙ্গ দ্বারা ফায়দা গ্রহণ জায়েয।এজন্য উলামায়ে কেরাম বলেন,কোনো কারণে স্ত্রী সহবাস অসম্ভব হলে,তখন স্ত্রীর হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন রয়েছে।

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো কারণে স্ত্রী সহবাস অসম্ভব হলে স্ত্রী তার স্বামীকে   
রেশমের কাপড় দিয়ে হস্তমৈথুন করিয়ে দিতে পারবে।
,
আরো জানুনঃ

(০২)
হ্যাঁ এমতাবস্থায়  স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে।

(০৩)
স্ত্রী যদি রেশমের কাপড় পরে তাহলে স্বামী সেই রেশমের কাপড়ের উপর দিয়ে স্ত্রীকে উপভোগ করতে পারবে। 

(০৪)
স্ত্রীর মাসিক অবস্থায় স্ত্রীর যোনিতে হাত দেয়া যাবে।
তবে তাহা থেকে উপভোগ করা যাবেনা।

★তবে বিনা প্রয়োজনে উক্ত নাপাক স্থানে স্বামীর হাত না দেওয়াই তাকওয়ার দাবী।

(০৫)
স্ত্রী  যদি ঘুমানো অবস্থায় থাকে তাহলেও স্বামী স্ত্রীকে এভাবে উপভোগ করতে পারবে।

তবে স্ত্রী এতে কষ্ট ফিল করলে আগে থেকে তার অনুমতি নেয়া ছাড়া এমনটি করা ঠিক হবেনা। 

(০৬)
স্ত্রী  যদি ঘুমানো অবস্থায় থাকে তাহলে স্বামী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে।
তবে স্ত্রী এতে কষ্ট ফিল করলে আগে থেকে তার অনুমতি নেয়া ছাড়া এমনটি করা ঠিক হবেনা। 

(০৭)
জায়েজ আছে।
তবে কদমবুসি ও সেজদার ন্যায় মাথা ঝুকাবেনা।
 
(০৮)
হ্যাঁ কথা বলা যাবে।

(০৯)
স্বামী স্ত্রী উপভোগ করার সময় উত্তেজনামূলক শব্দ বলা যাবে। 

(১০)
হ্যাঁ এমন কথা বলা যাবে।
স্বামী স্ত্রী উভয়েই এমন কথা বলতে পারবে। 

(১১)
হ্যাঁ, বলা যাবে। 
তবে এভাবে স্ত্রীর কোনো অঙ্গকে বাজে কোনো নামে ডাকা,যাতে স্ত্রী কষ্ট পায়,এমনটি করা যাবেনা।

(১২)
স্ত্রীর মলদ্বারের ছিদ্রের ভিতর না হলে নাজায়েজ হবেনা।

(১৩)
 হ্যাঁ এগুলোর ব্যবহার জায়েজ।

(১৪)
স্ত্রীর নিতম্বের মধ্যে বীর্যপাত করা জায়েজ নেই।
তবে নিতম্বের বাহিরে বীর্যপাত করা যাবে।

(১৫)
জামাতে অংশ গ্রহন যেনো করা যায়,সেটিকে সামনে রেখে আপনার জন্য যেটি ভালো মনে করবেন,সেটি করবেন।
আপনার ইচ্ছাধীন।
,
তবে জামাত যেনো মিস না যায়,সেটির আপ্রান চেষ্টা করবেন।

(১৬)
যদি সূদ ভিত্তিক এনজিও হয়,তাহলে সেই খাবার/হাদিয়া নিবেননা।
নিয়ে থাকলে সেই পরিমান টাকা গরিব মিসকিনকে দান করবেন।

আর যদি সূদ ভিত্তিক না হয়,তাহলে কোনো সমস্যা নেই।

(১৭)
এমনটি করার অনুমতি রয়েছে,তবে কোনো  মাসয়ালার ক্ষেত্রে কাটছাট ব্যাতিত।
এবং নিজের পক্ষ থেকে কোনো অংশ বাড়ানো যাবেনা।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (36 points)
reshown by
শায়েখ, ১।যতটুকু প্রয়োজন ততটুকু যদি কেটে রাখি মানে যতটুকু প্রশ্ন এবং উত্তর প্রয়োজন ঠিক ততটুকু। কারন আপনাদের প্রশ্নের উত্তর অনেক বড় হয় তাই যদি সংক্ষেপে শুধু নিচের টুকু যেমনঃ
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এর পর থেকে কপি করি বা যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু যদি কপি করি এতে কি আপনাদের অনুমতি আছে? 

২।স্ত্রীর নিতম্বের মধ্যে বলতে আমি বুঝিয়েছি স্ত্রীর নিতম্বের মাঝখানের চাপা অংশে স্ত্রীর মলদারের ছিদ্রর ভিতরে না।তাহলে কি জায়েজ হবে?

৩।যদি স্ত্রীর নিতম্বের উপরে বীর্য ফালাই এবং বীর্য যদি স্ত্রীর মলদারে প্রবেশ করে তাহলে কি নাজায়েজ হবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...