আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমাদের ভার্সিটির হলে প্রভোষ্ট ম্যাম হিটার ব্যবহারে নিষেধ
করেছেন।আমাদের সপ্তাহে ৫ দিন খাবারের ব্যবস্থা করে হল থেকে।বাকি ২ দিন(শুক্রবার, শনিবার) নিজেদের দায়িত্বে খেতে হয়।হলের ক্যান্টিনের খাবারের দাম তুলনামূলক বেশি,আর খাবার খেতেও সমস্যা হয়।হলে গ্যাসের চুলা আছে।কিন্তু ম্যাম গ্যাস অফ করে রেখেছেন।আমাদের গ্যাস দেন না নিজেদের ঐ ২ দিন রান্না করার জন্য।
এখন যদি আমরা ম্যামকে না বলে ঐ ২ দিনের খাবার রান্না করি হিটারে,এক্ষেত্রে আমাদের নিজস্ব খরচ একটু কমে,তাহলে কি হিটারের রান্না করা খাবার খাওয়া জায়েজ হবে?
আমরা ৬ মাস পর পর হলে থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিই।