আসসালামু আলাইকুম, এক আপুর পক্ষ থেকে প্রশ্নটি করা।
"আমার একটা প্রশ্ন ছিলো। শশুর বাড়ীর লোকজন হাজবেন্ড এর অনুপস্থিতিতে যদি অন্যায় কিছু করে আমার সাথে বা আমার বাচ্চার সাথে যেমন রেষারেষি, জেলাসি, চোখের সামনে বাচ্চাদের সাথে বৈষম্য, পিছনে লাগা জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে যেমনটা হয়। এসব কি হাজবেন্ড এর কাছে বলা যাবে, আমার হাজবেন্ড বলে আমি অনেক গীবত করি।অনেক সময় চেষ্টা করি না বলার, কিন্তু মাঝেমাঝে খুবই কষ্ট দায়ক কাজ করে যেগুলো না বলে পারি না।
দয়া করে উত্তর দিয়ে এবং সুন্দর পরামর্শ দিয়ে সহায়তা করবেন বিজ্ঞ মুফতিগণ"।