আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
97 views
in কুরবানী (Slaughtering) by (30 points)
আসসালামু আলাইকুম

উস্তাদ হাদীসটি র আরবি পাঠ
عن أم كرز قالت قالت امرأة من أهل عبد الرحمن بن أبي بكر إن ولدت امرأة عبد الرحمن غلاما نحرنا عنه جزورا فقالت عائشة : لا بل السنة عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة يطبخ جدولا ولا يكسر لها عظم فيأكل ويطعم ويتصدق يفعل ذلك في اليوم السابع فإن لم يفعل ففي أربع عشرة فإن لم يفعل ففي إحدى وعشرين


########################################

দhjkbgg

1 Answer

0 votes
by (713,000 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
উস্তাদ হাদীসটি র আরবি পাঠ
عن أم كرز قالت قالت امرأة من أهل عبد الرحمن بن أبي بكر إن ولدت امرأة عبد الرحمن غلاما نحرنا عنه جزورا فقالت عائشة : لا بل السنة عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة يطبخ جدولا ولا يكسر لها عظم فيأكل ويطعم ويتصدق يفعل ذلك في اليوم السابع فإن لم يفعل ففي أربع عشرة فإن لم يفعل ففي إحدى وعشرين
আব্দুর রহমান ইবনে আবু বকর রাযি এর পরিবারের একজন মহিলা মান্নত করলেন, যদি আব্দুর রহমান রাযি এর ঘরে পুত্র সন্তান জন্ম গ্রহণ করে, তাহলে আমরা একটি উট আকিকা হিসেবে জবাই করবো।হযরত আয়েশা রাযি বললেন, উট জবাই নয়, বরং সুন্নাহ হল, ছেলের জন্য দুইটি পরিপূর্ণ বকরি এবং মেয়ের জন্য একটি পরিপূর্ণ বকরি। এগুলোর প্রত্যেকটি অঙ্গকে পরিপূর্ণতার সাথে রান্না করে লোকদেরকে খাওয়ানো হবে। হাড্ডি ভাঙ্গা যাবে না।অর্থাৎ বকরি হাত, পা, সিনা, কলিজা ইত্যাদিকে পরিপূর্ণ অাকারে রান্না করা হবে। একটি অঙ্গকে কেটে টুকরা টুকরা করা যাবে না।এবং তা খাওয়া হবে,খাওয়ানো হবে ও সদকাহ করা হবে। এটা সপ্তম দিন করা হবে। সপ্তম দিন সম্ভব নাহলে,১৪ তম দিন কিংবা ২১ তম দিন করা হবে।
(মুসতাদরাক আ'লাস সাহিহাইন-৭৬৬৯)


উক্ত হাদীসের সনদ দুর্বল।
যেমন ইম্ম নববী রাহ, আল মাজমু কিতাবে ৮/৪০৭ নং পৃষ্টায় উল্লেখ করেছেন। তুহফাতুল মাওলিদ-৮৬

হাড্ডি ভাঙ্গা না ভাঙ্গার বিধান মুস্তাহাব পর্যায়ের অর্থাৎ না ভাঙ্গা মুস্তাহাব পর্যায়ের বিধান। 
এটা দুই কারণে বলা হচ্ছে।
(১) সুলক্ষণ গ্রহণ করার নিয়তে বলা হচ্ছে।

(২) যাতেকরে যাকে হাদিয়া দেয়া হব, তাকে যেন পরিপূর্ণ একটি অঙ্গ দেয়া হয়ে থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (713,000 points)
সংযোজন ও সংশোধন করা হৃয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...