ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জামাতে নামায পড়ার সময়ে মুক্তাদি কোনো প্রকার তিলাওয়াত করবে না।
কুরআনে কারীমে এসেছে-
ﻭَﺇِﺫَﺍ ﻗُﺮِﺉَ ﺍﻟْﻘُﺮْﺁﻥُ ﻓَﺎﺳْﺘَﻤِﻌُﻮﺍ ﻟَﻪُ ﻭَﺃَﻧﺼِﺘُﻮﺍ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﺮْﺣَﻤُﻮﻥَ [ ٧ : ٢٠٤
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তা শ্রবণ কর এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়। {সূরা আরাফ-২০৪}
ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : « ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻟَﻪُ ﺇِﻣَﺎﻡٌ، ﻓَﻘِﺮَﺍﺀَﺓُ ﺍﻟْﺈِﻣَﺎﻡِ ﻟَﻪُ ﻗِﺮَﺍﺀَﺓٌ »
হযরত জাবের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানেই হল তার কিরাত।
{মুয়াত্তা মালিক,হাদীস নং-১২৪)
(২)
কিরাত ব্যতিত অন্যান্য দু'আ দুরুদ মুক্তাদিকে অবশ্যই পড়তে হবে। সুতরাং মুক্তাদির পূর্বে ইমাম সালাম ফিরিয়ে নিলে মুক্তাদি অবশ্যই সেগুলো পূর্ণ করে তবেই ইমামের অনুসরণ করবে।
(৩)
আপনি মাদরাসা অফিসিয়াল যোগাযোগ নম্বরে কল দিন, বা ইমেইল করুন। বিস্তারিত পেয়ে যাবেন।