আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
426 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
edited by
আসসালামু আলাইকুম।

প্রশ্ন ১) জামাতে নামাজ পড়ার সময় আমি সুরা ফাতেহা পড়তে পড়তেই যদি হুজুর রুকুতে চলে যায়, তাহলে করনীয় কি? আমি কি শুধু সুরা ফাতিহা পরে রুকুতে চলে যাব?

২) যদি সেজদার পর তাশাহুদ শেষ করে, দুরুদ শরীফ অর্ধেক লাইন পড়ার সময় ইমাম সালাম ফিরিয়ে ফেলে, তাহলে কি আমিও সাথে সাথে সালাম ফিরাবো? কারন অনেক সময় তো সুরার অর্ধেক লাইন পড়ার কারনে সুরার বাংলা উচ্চারণ ভুল হতে পারে। কিন্তু সেই বাকি লাইন শেষ করার আগেই তো ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে। এখন আমি যদি সেই অর্ধেক লাইন শেষ করতে যাই তাহলে তো ইমামের সালাম ফিরানো শেষ হয়ে যাবে। তখন কি করবো?

৩) Off topic.কিন্তু আমার জন্য জরুরি।

Ifatwa ওয়েবসাইটের মধ্যে Facebook দিয়ে login করলে আর logout করা যায়না।
Logout কিভাবে করবো?

এবং ifatwa website এ একটা একাউন্ট তৈরি করলে কি সেটা পরবর্তীতে ডিলেট করা যায়?

যেহেতু আমি আপনাদের student না, তাই support ticket তৈরি করার জন্য student id না থাকায় এবং সঠিক catagory না থাকায় support ticket তৈরি করতে পারি নি। তাই বাধ্য হয়ে এইখানে প্রশ্ন করা।

আপনাদের 09638113322 এই নাম্বারে কল দিয়ে 0 press করে একজনের সাথে কথা বলার পর সেও বললো support ticket তৈরি করতে। কিন্তু আপনাদের student না হওয়ার কারনে সেটা পারিনি। আপনাদের পেজ এও ম্যাসেজ দিয়েছি। যখন আমি এই পোস্টটা লেখতেছি ততক্ষণ পর্যন্ত কোন উত্তর আসেনি।

1 Answer

0 votes
by (588,060 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জামাতে নামায পড়ার সময়ে মুক্তাদি কোনো প্রকার তিলাওয়াত করবে না।
কুরআনে কারীমে এসেছে-
ﻭَﺇِﺫَﺍ ﻗُﺮِﺉَ ﺍﻟْﻘُﺮْﺁﻥُ ﻓَﺎﺳْﺘَﻤِﻌُﻮﺍ ﻟَﻪُ ﻭَﺃَﻧﺼِﺘُﻮﺍ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﺮْﺣَﻤُﻮﻥَ [ ٧ : ٢٠٤
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তা শ্রবণ কর এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়। {সূরা আরাফ-২০৪}

ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : « ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻟَﻪُ ﺇِﻣَﺎﻡٌ، ﻓَﻘِﺮَﺍﺀَﺓُ ﺍﻟْﺈِﻣَﺎﻡِ ﻟَﻪُ ﻗِﺮَﺍﺀَﺓٌ »
হযরত জাবের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানেই হল তার কিরাত। 
{মুয়াত্তা মালিক,হাদীস নং-১২৪)

(২)
কিরাত ব্যতিত অন্যান্য দু'আ দুরুদ মুক্তাদিকে অবশ্যই পড়তে হবে। সুতরাং মুক্তাদির পূর্বে ইমাম সালাম ফিরিয়ে নিলে মুক্তাদি অবশ্যই সেগুলো পূর্ণ করে তবেই ইমামের অনুসরণ করবে।

(৩)
আপনি মাদরাসা অফিসিয়াল যোগাযোগ নম্বরে কল দিন, বা ইমেইল করুন। বিস্তারিত পেয়ে যাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...