ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মৃত ব্যক্তির বাড়িতে খাবার পৌছিয়ে দেয়া মুস্তাহাব।
আব্দুল্লাহ ইবনু জা’ফর (রাঃ) সূত্রে বর্ণিত।
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
( اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا ، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ ) ،
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা জা’ফরের পরিবারের জন্য খাবার তৈরী করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে।(সুনানে আবু দাউদ-২১৩২)ইবনু মাজাহ (১৬১০-১৬১১), মিশকাত (১৭৩৯) তিনমিযি-৯৯৮
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কোন পরিবারের কেউ মারা গেলে সেই পরিবারের লোকেরা রান্না করতে পারবে না। আর রান্না করলেও মাছ মাংস রান্না করতে পারবে না, সাধারন খানা যেমন আলু বর্তা, ডাউল বর্তা আরও বিভিন্ন রকম বর্তা রান্না করতে পারবে। এমন কোনো নিয়ম শরীয়তে নাই। বরং এগুলো বিদ'আত। হ্যা, যেহেতু মৃত ব্যক্তির পরিবারবর্গ দুঃখিত। তাই তাদের জন্য খাবার পাঠিয়ে দেয়া মুস্তাহাব। যদি কেউ না দেয়, তাহলেও কোনো সমস্যা নেই। এবং মৃত ব্যক্তির বাড়িতে রান্নাবান্না করা, মাছ গোশত রান্না করাও নাজায়েয নয়।