১. আসসালামুয়ালাইকুম,,,আজকাল পড়াশোনা কিংবা চাকরির ক্ষেত্রে, আবেদন করার সময় বিবাহিত বললে চাকরি বা পড়াশোনা আর করতে পারেনা,,( কিছু কিছু প্রতিষ্ঠান এ) তাকে বাদ দেওয়া হয়। এখন বিবাহিত কোনো মেয়ে যদি নার্সিং পেশায় পড়তে চায় এবং সেখানে পরীক্ষা দিয়ে পড়ার সুযোগ পায়,,, তারপর যদি সে জানে যে ভর্তির সময় বিবাহিত এই কথা গোপন রাখতে হবে,,, কেউ জিজ্ঞেস করলে মিথ্যে বলতে হবে এবং ভর্তি হবার সময় ভর্তি ফরম এ অবিবাহিত দিতে হবে লিখিত,,,, ভর্তির পরীক্ষা দেওয়ার সময় নোটিশ এ কোথাও লিখা ছিল না যে অবিবাহিতদের নেওয়া হবে না বা পরীক্ষায় বসতে দেওয়া হবে না,,,, চান্স পাওয়ার পর জানা গেছে,,,, অর্থাৎ বোঝা যায় যে তারা বিবাহিতদের কেও চায়,,,,তবে যেনো বিষয়টি গোপন রাখে,,,, এইটা তাদের নিয়ম,,,,, এত কষ্ট করে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া পর এমনটা অবস্থায় এখন করনীয় কি,,,, সে যদি কারো প্রশ্নের জবাবে মিথ্যে বলে যে আমি অবিবাহিত,,, বা সে ভর্তি হবার সময় অবিবাহিত লিখিত দেয়,,,, তাহলেও কি তার বিবাহ বিচ্ছেদ ঘটবে বা তালাক বা বিবাহিত জীবনে কোনো প্রভাব পড়বে?
২. কি কি কারণে স্ত্রী তালাক দেয়ার অধিকার পেয়ে থাকে,?
৩,সামির কোন কোন কেনেয়া শব্দ বলার দ্বারা স্ত্রী সামির কাছে থেকে তালাক দেওয়ার অধিকার পায়?
৪. তালাক এর নিয়ত ব্যাতিত, বা তালাক এর মজলিস ব্যাতিত যদি শুধু সামি তার স্ত্রীকে বলে যে আমাকে পছন্দ না হলে তুমি অন্য কাউকে খুঁজো বা পছন্দ করো বা বিয়ে কর ,,,, তাহলে কি তালাক পতিত হয়? যদি না হয়,,তবে এই কথার দ্বারা কি স্ত্রী , সামি কাছে থেকে তালাক এর অধিকার পায়??
৫. সামি যদি বলে ,,আমার কিছু হয়ে গেলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিও,,,,এই কথা স্ত্রীকে বলার পর স্ত্রী কি শর্ত যুক্ত তালাক এর মধ্যে পরে যাবে?? বা তার স্বামীর কিছু হয়ে গেলে ওই রুপ কথার ফলে কি তালাক হয়ে যাবে? বিবাহ বিচ্ছেদ যেনো না হয় সে ক্ষেত্রে সামি স্ত্রীর করণীয় কিছু কি আছে??