বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম,ফুড কম্পানির রুল হল,
কম্পানি যাকে অফার দিবে,ঐ অফার গ্রহণ করা শুধুমাত্র তারই অধীকারভুক্ত থাকবে।নয়তো কম্পানি এই অফারকে নির্দিষ্ট কারো একাউন্টে দিত না,বরং অফারকে উন্মোক্ত করে দিত।যেহেতু কম্পানির রুল অনুযায়ী, এই অফার গ্রহণ করার অধীকার শুধুমাত্র উক্ত একাউন্ট ধারীর-ই।তাই এই অফারকে গ্রহণ করা অন্য কারো জন্য জায়েয হবে না।যদি অন্য কেউ গ্রহণ করে,তবে সেটা ধোঁকা হবে।আর ধোঁকা দেওয়া জায়েয না।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي)
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি কাউকে ধোকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)
তবে যদি কম্পানির রুল এভাবে থাকে যে, উক্ত পয়েন্ট কোনো কিছু ক্রয়ের বিনিময়ে দেয়া হবে,এবং ঐ একাউন্টধারী উক্ত পয়েন্টগগুলো ব্যবহার করে যে কারো জন্য কিছু ডিসকাউন্ট নিতে পারবেন।তাহলে এমতাবস্থায় ঐ একাউন্টধারী নিজ একাউন্টের পয়েন্ট ব্যবহার করে অন্যর জন্য ডিসকাউন্ট নিতে পারবেন।নতুবা অন্যর জন্য ডিসকাউন্ট নিতে পারবেন না।শুধুমাত্র নিজের জন্য কিছু ডিসকাউন্ট নিতে পারবেন।