ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
আল কুরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর অতিব জরুরি।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
“পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।” (সূরা আলাক-১)
হাদীসে বর্ণিত হয়েছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
“হযরত আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ।” (সূনান ইবনে মাজা)
জ্ঞান অর্জনের পাশাপাশি আল -কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ আবশ্যক করে দিয়েছেন।
রাসূল (সা.) এ সম্পর্কে মুসলমানদেরকে নির্দেশ দিয়ে বলেছেন,
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم تَعَلَّمُوا الْقُرْآنَ وَالْفَرَائِضَ وَعَلِّمُوا النَّاسَ فَإِنِّى مَقْبُوضٌ
“হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তোমরা কুরআন ও ফারায়েজ (উত্তারাধিকার আইন) শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে।” (সূনান আত-তিরমিযি)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এখনই কোনো সহীহ শুদ্ধ কুরআন পাঠকারীর কাছ থেকে কুরআন শিখে নিবেন।
(০২)
হ্যাঁ ১০টা/১১ টায় ফজরের সুন্নত পড়া যাবে।
অর্থাৎ সুর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহর এর আগ পর্যন্ত সময়ে পড়া যাবে।
(০৩)
সকল মুসলিমকে সালাম দেয়া আবশ্যক নয়।
তবে সালাম দিলে আপনি ছওয়াব পাবেন।
(০৪)
এক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে।
দৃষ্টি নত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।
আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ চালিয়ে যেতে হবে।