আসসালামু আলাইকুম।
দুয়ার ক্ষেত্রে ওয়াকফের নিয়ম মানা কি আবশ্যক? সেটা কুরআনে বর্ণিত দুয়া হোক, বা হাদিসে বর্ণিত। যেমন, সায়্যিদুল ইস্তিগফার এ আল্লহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা.... এখানে আমি ইল্লা আনতা বলে পরের লাইনে গেলে কি কোনো সমস্যা হবে? নাকি আনতা বা আনত যেকোনো একটা বললেই হবে?
এটার উত্তর টা দেবেন অনুগ্রহ করে। জাযাকুমুল্লাহু খইর।