আসসালামু আলাইকুম।
(১) মেয়েদের জন্য ফ্রি মিক্সিং পরিবেশে ডাক্তারি পড়া কি জায়েজ ? গাইনি রিলেটেড টপিকগুলো পুরুষ প্রফেসররা পড়ায় ,সেখানে পুরুষ ইন্টার্নরাও থাকে। খুবই লজ্জাজনক ও বিব্রতকর পরিবেশ।প্রফ দেওয়ার সময়+সার্জারি শেখানোর সময় পর্দা করা অনেক কঠিন হয়ে পড়ে(মুখ,হাত খোলার প্রয়োজন পড়ে)। এমন পরিবেশে পড়াশোনা কি জায়েজ হবে?
তাছাড়া মেডিকেলে পড়ার প্রচুর ব্যস্ততা থাকে। সংসার সন্তান-সন্ততিকে যথেষ্ট সময় দেওয়া যায় না। মেয়েদের জন্য সন্তান মানুষ করা প্রথম দায়িত্ব।
অনেকেই বলেন মেয়েদের ডাক্তার হওয়া উচিত নয়তো পর্দানশীল অন্যান্য মহিলাদের পুরুষ ডাক্তারের কাছে যেতে হয়। বাংলাদেশের তো অনেক মহিলা ডাক্তার আছে। সে ক্ষেত্রে নিজের ইমান কে ঝুঁকিতে ফেলে সেখানে পড়া কি ঠিক হবে? সবকিছু বিবেচনা করে বুঝতে পারছি না মেডিকেলে পড়া উচিত হবে কি হবে না!
(২) বাংলাদেশ কিছু মহিলা মেডিকেল কলেজ আছে। সেখানে কি পড়াশোনা করা যাবে?(উল্লেখ্য সেখানে পুরুষ শিক্ষক আছে )