আসসালামুআলাইকুম।
ফজরের সালাতের সময় কম থাকায় অল্প সময়ে নামাজ শেষ করি। তখন এক সূরা মিলাতে যেয়ে মনে না আসায় অন্য সূরা পরি। তাই নামাজ শেষ এ সাহু সিজদা দিয়ে নেই। এখন একাকী মহিলা ঘর এ নামাজ পড়ছিলাম। সাহু সিজদাহ দাওয়ার সময় হঠাৎ সিজদাহ এর তাসবীহ পড়ার সময় খুব সামান্য একটু অংশ জোরে হয়ে যায়( পাশের জন শুনতে পারবে কি পারবে না এটি নিয়ে আমার সন্দেহ আছে)। সাহু সিজদাহ দিয়ে নামাজের 26 সেকেন্ড ওয়াক্ত বাকি ছিল। এখন ওই সাহু সিজদাহ সহী হয়েছে কি? নাকি নামাজ আবার দহরতে হবে? নাকি ওয়াক্ত পর হয়ে যাওয়ায় এখন পড়তে হবেনা? আমার ওয়াসওয়াসা এর সমস্যা আছে জন্য এখনো নামাজ দহরাইনি। ওয়াসওয়াসা কে পাত্তা দাওয়া হবে বলে। দয়া করে জানাবেন।