১)))) স্ত্রি সামিকে জিজ্ঞেস করে আপনি জাদের সাথে কাজ করেন তারা সবাই কি বিবাহিত,   সামি বলেন,  কেও বিবাহিত কেও অবিবাহিত আর আমি ডিভোর্স,  তখন স্ত্রি বলে আপনি কি,  সে বলে আমি ডিভোর্স,  মুফতি ইমদাদুল সাহেব বলেছেন,  সামি নিজেকে তালাকপ্রাপ্ত বলেছে তাই তালাক হবে না,  সে বলে নাই স্ত্রি কে দিয়েছে বা স্ত্রি এর সাথে তালাক হয়েছে
এখন আপনার মতে এখানে কয় তালাক হবে   
২))))) আমি আপনাকে ৪৫৯৩৪ যে প্রস্নটি করেছিলাম, সেটি এমন ছিল
কোন স্ত্রি মনে মনে তালাক নিয়ে ফেলেছে,  এখন মনে মনে তালাক নিলে তালাক হয় কিনা সেটা জানার জন্য মুফতি সাহেব কে ফোন করে, এবং বলে   যে, সে মনে মনে তালাক নিয়েছে এতে তালাক হয় কিনা!
কিন্ত আমি ৪৫৯৩৪ সেশে ((((((মনে মনে)))) লিখতে  ভুলে জাই
এখন  এই ভুল এর জন্য আমার উপর তালাক হবে কিনা একটু জনাবেন
৩)))))  মুফতি  ইমদাদুল সাহেব  আর আরো  একজন  ifatwa  এর মুফতি  কোন  এক প্রস্নের জবাবে  বলেছেন  ১ তালাকে বায়েন হলে বিয়ের আগে শতযুক্ত তালাক ছাড়া আর কোন  তালাক হয় না ((((( প্রস্ন করার আগে search দিয়েছিলাম)))) সেখানে দেখলাম
এই বিসয় আপনার মতামত কি 
আমরা তাহলে কার কথা মানব