জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " التَّثَاؤُبُ فِي الصَّلاَةِ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ " .
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নামাযের মধ্যে হাই তোলা শাইতানের তরফ হতে হয়ে থাকে। তোমাদের কারো হাই আসলে সে যেন তা ফিরাতে যথাসাধ্য চেষ্টা করে। —সহীহ। য’ঈফা— (২৪২০), মুসলিম।
তিরমিজি ৩৭০)
,
নামাজে ঢেকুর দেওয়া মাকরুহ।যতসম্ভব সেটা আটকানোর চেষ্টা করতে হবে।যতটুকু সম্ভব হয় আওয়াজ নিচু করার চেষ্টা করবে।
(আপকে মাসায়েল আওর উনকা হল ২/৭৮০)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নামাজ হয়ে যাবে।
এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
,
আপনি যতসম্ভব সেটা আটকানোর চেষ্টা করবেন।যতটুকু সম্ভব হয় আওয়াজ নিচু করার চেষ্টা করবেন।