বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
[৭ টি নামাজের বাহিরে ]
[ ৬ টি নামাজের ভিতরে ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7490
১৯টি কারণে নামাজ ভঙ্গ হয়ে থাকে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7490
https://www.ifatwa.info/445 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
মুসাল্লির এমন নড়াচড়া যা নামায পরিপন্থী, তা দু-ভাগে বিভক্ত-
(ক)পরিমাণে সামান্য, যাকে শরয়ী পরিভাষায় 'আ'মলে ক্বালীল' বলা হয়ে থাকে।
(খ)পরিমাণে বেশী যাকে শরয়ী পরিভাষায় 'আ'মলে কাসির' বলা হয়ে থাকে।
নামাযরত অবস্থায় মুসাল্লির কোনো প্রকার হারকাত/নড়াচড়া 'আ'মলে কাছির' বলে প্রমাণিত হলে,উক্ত মুসাল্লির নামায সর্বসম্মতিক্রমে ফাসিদ হয়ে যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অজু এবং নামাযের ফরয ওয়াজিব গুলো আদায় করে নামায পড়ে নিলে নামাযে কোনো ক্ষতি হবে না। হ্যা, নামাযের মধ্যে তিন তাসবিহ পরিমাণ তথা একই রুকুনে তিনবার চুলকালে নামাযে অবশ্যই নামায ফাসিদ হবে।