ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ
হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ কর এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও।
(সুরা মায়েদা ০৬)
উযুর ফরয ৪টি
১. সমস্ত মুখ একবার ধৌত করা।
২. দুই হাত কনুইসহ একবার ধৌত করা।
৩. মাথার এক চতুর্থাংশ একবার মাসাহ করা।
৪. উভয় পা টাখনুসহ একবার ধৌত করা।
উপরোক্ত চারটি কাজের কোন একটি না করলে বা এর মধ্যে এক চুল পরিমাণও শুকনা থাকলে উযু সহীহ হবে না। (ফাতাওয়ায়ে শামী, ১:৯১/ আল বাহরুর রায়িক, ১:৯/ হিদায়া, ১:১৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে অযুর শুরুতে কবজি ধোয়ার শুরুতে যদি ভালোভাবে কবজি পর্যন্ত ধোয়া হয়,আর পরবর্তীতে কনুই পর্যন্ত ধোয়ার সময় কবজির নিচে আর ধোয়া না হয়,তাহলেও অযু হয়ে যাবে।
কেননা এতে অযুর ফরজ আদায় হয়ে গিয়েছে।
(০২)
এখানে মাসয়ালা দুটি।
এক, অনুমোদিত পিডিএফ পড়া।
দুই, অযু ছাড়া মোবাইলের App থেকে কুরআন পড়া।
প্রশ্নে আপনি মোবাইলের App থেকে কুরআন পড়ার কথা উল্লেখ করেছেন,এখান থেকে পড়া যেহেতু কর্তৃপক্ষ থেকে অনুমোদিত, তাই মোবাইলের App থেকে কুরআন পড়া জায়েজ আছে,সমস্যা নেই।
তবে অযু ছাড়া স্পর্শ করা যাবেনা।
(০৩)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বাবা যে হালখাতা অনুষ্ঠানে গিয়েছিলো,সেখানে যাওয়া,মিষ্টি খাওয়া, নিয়ে আসা সবই জায়েজ।
আপনাদেরও সেই মিষ্টি খাওয়া জায়েজ আছে।