বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোনো সাধারণ মুসলমানের জন্য অন্য ধর্মের গ্রন্থ পড়া জায়েয হবে না।
হযরত জাবের (রা.) বলেন যে, ওমর ইবনুল খাত্ত্বাব (রা) তাওরাতের একটি কপি নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কাছে এলেন। অতঃপর বললেন, হে আল্লাহ্র রাসূল! এটি তাওরাতের একটি কপি। একথা শুনে তিনি চুপ রইলেন। অতঃপর ওমর (রা.) পড়তে শুরু করলেন। এমতাবস্থায় রাসূলুল্লাহ (সা)-এর চেহারা পরিবর্তিত হ’তে থাকল। তখন আবুবকর (রা.) ওমরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার সর্বনাশ হৌক! তুমি কি রাসূলুল্লাহ (সা)-এর চেহারার অবস্থা দেখছ না? তখন ওমর রাসূল (সা)-এর চেহারার দিকে তাকালেন। অতঃপর (ক্ষমা চেয়ে) বললেন, আমি আল্লাহ ও তাঁর রাসূলের ক্রোধ হ’তে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করছি। আমরা আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মাদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট রয়েছি’। অতঃপর রাসূলুল্লাহ (সা) বললেন, যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত, তার কসম করে বলছি, যদি আজ মূসা তোমাদের নিকটে আবির্ভূত হ’তেন। আর তোমরা তার অনুসরণ করতে এবং আমাকে পরিত্যাগ করতে, তাহ’লে অবশ্যই তোমরা সরল পথ হ’তে বিচ্যুত হ’তে। যদি মূসা বেঁচে থাকতেন ও আমার নবুঅতকাল পেতেন, তাহ’লে অবশ্যই তিনি আমার অনুসরণ করতেন’।
-দারেমী। মিশকাত হা/১৯৪, আলবানী সনদ হাসান।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বাইবেল পূর্ববর্তী সকল কিতাবের একটি সংস্করণ। বাইবেলের মধ্য তাওরাত,জবুর, ইঞ্জিল সকল কিতাব বিদ্যমান।এসব কিতাব আল্লাহর তরফ থেকে এসেছে,এ সম্পর্কে কাররো্ দ্বিমত নাই। বাইবেলে মানুষ কর্তৃক সংযোজন ও বিয়োজন হয়েছে।এটাও সঠিক। তবে কোন কোন জায়গায় সংযোজন বিয়োজন হয়েছে, এবং কতটুকু হয়েছে, সে সম্পর্কে কোনো নিশ্চয়তা নাই।
তাই বাইবেলকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে।বাইবেলকে গালিগালাজ করা যাবে না।কেউ করলে তাকে তাওবাহ করতে হবে।