ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূ সা‘লাবা আল-খুশানী (রাঃ) থেকে বর্ণিতঃ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ .
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক শিকারী দাঁতবিশিষ্ট হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
হাদিসের মানঃ সহিহ হাদিস(সুনানে আবু দাউদ-৩৮০২)
আবু-ছা’লাবা আল-খুশানি রাযি থেকে বর্ণিত,
غن أبي ثعلبة الخشني رضي الله عنه قال : ( نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنْ السِّبَاعِ )
রাসূলুল্লাহ সাঃ প্রত্যেক ঐ প্রাণীকে হারাম ঘোষণা করেছেন, যে সমস্ত প্রাণী দাত দ্বারা ছিড়ে ফেড়ে খায়।( সহীহ-বোখারী-৫২০৭,শামেলা)