এক বোন বাধ্য হয়ে সহশিক্ষায় পড়াশোনা করছেন পরিপূর্ণ পর্দার পোশাক পরে আলহামদুলিল্লাহ। দূর্ভাগ্যবশত ২/৩ জন ছাড়া তার ক্লাসের সবাই ফ্রি মিক্সিং করছে। সে বিভিন্নভাবে তার সহপাঠী মেয়েদের বুঝাতে চেয়েছে কিন্তু তারা ফ্রি মিক্সিং থেকে সরে আসেনি। এখন তার কি করনীয়? সে যদি ক্লাসের মধ্যে তাদের কথাবার্তা, হাসাহাসি খেয়াল করে তাহলে প্রায় সারাদিন তার মাথায় সেসব চিন্তা ঘুরে, সেসব দৃশ্য ভেসে উঠে। সে কি এসব ফ্রি মিক্সিং ইগনোর করতে পারবে? যেমন ধরা যাক তার সামনে কিছু ছেলে-মেয়ে অপ্রয়োজনীয় কথা বলছে, তাহলে সে কি না দেখার, না শোনার ভান করে সম্পূর্নভাবে ইগনোর করতে পারবে? এই কাজটি সে কিভাবে অন্তর দিয়ে ঘৃণা করবে? ঘৃণা করতে হলে কি তাকে সেই পাপগুলো খেয়াল করতে হবে? নাকি ইগনোর করাটাই ঘৃণা বলে বিবেচিত হবে? তার সহপাঠী মেয়েদের কি আরো এই বিষয়ে দাওয়াত দিবে সে? তার মনে হচ্ছে তার সহপাঠীদের কথা ভেবে তার নিজের ক্ষতি হচ্ছে। সে চিন্তা করছে সে নিজে ফ্রি মিক্সিং এর পাপ এ পরে যাবে কিনা! আর তাদের চিন্তা করে তার অন্যান্য আমল এ ঘাটতি হচ্ছে। এখন তার কি করনীয়?