আসসালামু আলাইকুম হুজুর,
বৃষ্টি হলে পরবর্তী কয়েকদিন আমাদের ট্যাংকিতে পানি তুললে ময়লা পানি উঠে, কিছুটা নদীর পানির মত রং, মানে বৃষ্টি হলে পানির পাশাপাশি মাটিও উঠে! (১০০০লিটার ট্যাংকি)
কিছু ফুটেজ দিলাম টাঙ্কির পানির:
https://drive.google.com/drive/folders/1Tmv9iBrt8R54IJ4oOR_7XA39MF0M-src
পানি উঠানো হয় সাবমারসিবল পাম্প দিয়ে!
(বৃষ্টি হলে ২,৩,৪ ঘণ্টা বন্যা থাকে, সেখানে ড্রেনের ময়লাও থাকে, আর আমাদের এই পাম্পটাও মাটির নিচে স্থাপন করা যেখানে বন্যা লেগে যায়)
প্রশ্ন হলো, এই পানি দিয়ে অজু গোসল শুদ্ধ হবে?
*শুদ্ধ না হলে আগের কয়েকদিনের নামাজগুলো কী হবে?
*আর এই পানি কি পাক? কাপড় গুলো কি আবার ধুতে হবে?