আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (0 points)
আমার অনেক বছরের রোজা কাজা আছে।সেগুলো করার নিয়ত করেছিলাম।কিন্তু একটা সমস্যার জন্য ওষুধ খেতে হবে,ঐ টা দুপুরেও খেতে হবে।ডাক্তারকে  বলেছিলাম দুপুরের টা রাতে খাওয়া যাবে কিনা,উনি মানা করেছেন।আমার কী করা উচিত? ফরজের কাজা রোজাগুলো আদায় করা নাকি ওষুধ খাওয়ার জন্য আপাতত রোজা না রাখা?

আমার সমস্যা হচ্ছে-পায়ের এক আংগুলে নখ মাংসের মধ্যে গেথে গেছে,জায়গাটায় একটু টাচ লাগলেই ব্যথা হয়,ফুলে গেছে জায়গাটা।অনেক দিন ধরেই এরকম,ওষুধ  খেয়েছি কয়েকবার,কাজ হয়নি।আবার নতুন করে ওষুধ  এনেছি।

উল্লেখ্য,সমস্যাটা উল্লেখ করলাম যাতে বুঝা যায় এইটা তেমন গুরুত্বপূর্ণ কিনা।

1 Answer

0 votes
by (671,200 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো অসুস্থতার কারনে ফরজ রোযা না রাখার ইখতিয়ার/ইচ্ছা রয়েছে।    
পরবর্তীতে তার কাযা আদায় করে নিতে হবে।

ইরশাদ হচ্ছে-
فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥] 

কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। {সূরা বাকারা-১৮৫}
,
অসুস্থতার কারনে কষ্ট করে রোযা রাখা মুস্তাহাব নয়।

ইমাম আহমাদ (৫৮৩২) ইবনে উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "নিশ্চয় আল্লাহ্ তাঁর রুখসতগুলো গ্রহণ করাকে পছন্দ করেন যেভাবে তিনি তাঁর অবাধ্যতায় লিপ্ত হওয়াকে অপছন্দ করেন।"

সহিহ বুখারী (৬৭৮৬) ও সহিহ মুসলিম (২৩২৭)-এ আয়েশা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন: "রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুটো বিষয়ের মাঝে নির্বাচন করার এখতিয়ার দেয়া হলে তিনি সহজতম বিষয়টি গ্রহণ করতেন; যতক্ষণ না সেটা পাপ হত। পাপ হলে তিনি হতেন এর থেকে সবচেয়ে দূরত্ব রক্ষাকারী ব্যক্তি।"
,
যেহেতু অসুস্থতার কারনে ফরজ রোযা আপাতত  না রাখারই ইখতিয়ার,(ইচ্ছা )  রয়েছে,সুতরাং অসুস্থতার কারনে  আপাতত কাজা রোযা আদায় না করার অবশ্যই ইখতিয়ার/ইচ্ছা রয়েছে।
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এই মুহুর্তে তার ঔষধ খাওয়া জরুরি, পরবর্তীতে সিময় সুযোগ মোতাবেক   কাজা রোযা আদায় করবে।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...