ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে,
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। নিষেধ করেছেন ক্রেতা ও বিক্রেতা উভয়কেই।(সহীহ মুসলিম-৩৭৫৪)
যেহেতু পরিপক্ব হওয়ার পূর্বে ফল নষ্ট হয়ে যেতে পারে।তাই এখানে ক্রেতার ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেজন্য এরকম ক্রয় বিক্রয় নাজায়েয।
(২)
ব্যবসায়ীদের জন্য সকল প্রকার ফলের ব্যবসা জায়েয।পূর্বের বিধান বাগান মালিক ও ক্রেতার জন্য প্রযোজ্য।
(৩)
সাধারণ ক্রেতার জন্য জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনিয়তা নাই।বরং তারা অনায়াসে যে কোনো ফল ক্রয় করতে পারবে।