আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
129 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (23 points)
আসসালামু আলাইকুম উস্তায।


১। বাগান মালিকেরা যদি ফল ধরার শুরুর দিকেই (ফল অপরিপক্ব অবস্থায়) ফল বিক্রির উদ্দেশ্যে বাগান বিক্রি করে দেয় আর ব্যবসায়ীরা বাগান কিনে বাগান পরিচর্যা থেকে শুরু করে ফল বিক্রি পর্যন্ত চুক্তিবদ্ধ থাকে, তাহলে কি এটা হারাম হবে? হলে হারাম হওয়ার কারণ কি?


২। সেই ব্যবসায়ীদের ব্যবসার কি হুকুম হবে যারা আমের হাট থেকে আম কিনে পাইকারি বা খুচরা বিক্রি করে কিন্তু তারা জানে না যে আম পরিপক্ব অবস্থায় আমবাগান কেনা হয়েছে কি না?


৩। আর জনসাধারণ বাজার থেকে আম কেনার সময় কি জিজ্ঞেস করবে যে আম পরিপক্ব অবস্থায় বাগান থেকে কেনা হয়েছে কি না? যদি জিজ্ঞেস করে এবং বিক্রেতা এই বিষয়টা সম্পর্কে না জানে তাহলে ক্রেতার আম কেনার হুকুম কি, বিক্রেতার আম কেনার (সাপ্লাইয়ার থেকে) হুকুম কি?

1 Answer

0 votes
by (589,200 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে,
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। নিষেধ করেছেন ক্রেতা ও বিক্রেতা উভয়কেই।(সহীহ মুসলিম-৩৭৫৪)

যেহেতু পরিপক্ব হওয়ার পূর্বে ফল নষ্ট হয়ে যেতে পারে।তাই এখানে ক্রেতার ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেজন্য এরকম ক্রয় বিক্রয় নাজায়েয।

(২)
ব্যবসায়ীদের জন্য সকল প্রকার ফলের ব্যবসা জায়েয।পূর্বের বিধান বাগান মালিক ও ক্রেতার জন্য প্রযোজ্য।

(৩)
সাধারণ ক্রেতার জন্য জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনিয়তা নাই।বরং তারা অনায়াসে যে কোনো ফল ক্রয় করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...