ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
"তার বাসায় গিয়েছিলি কেন সে তোর জামাই লাগে তাই না?" বার বার এভাবে বলছিলেন স্ত্রী তাকে বোঝাতে না পেরে শেষে তাকে ঠান্ডা করতে বললেন "আচ্ছা তাহলে জামাই লাগে।"
অতঃপর স্বামীর বক্তব্য--
"যদি আমি আগে বলে থাকি যে সে জামাই লাগে তাহলে তুই তিন তালাক।"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
"যদি আমি আগে বলে থাকি যে সে জামাই লাগে তাহলে তুই তিন তালাক।"
যেহেতু স্বামী এখানে পরিস্কার করে কিছু বলেনি, প্রশ্নবোধক না প্রশ্নবোধক ব্যতিত বাক্য? স্বামীর বক্তব্য দ্বারা বুঝা যাচ্ছে, সে এই রকম কোনো আলোচনাই ইতিপূর্বে আনেনি, সে নিয়ে আসলে স্ত্রী তিন তালাক।
তাই এখানে তিন তালাক হয়ে গেছে।
স্বামী যদি যাদুগ্রস্থ হয়,এবং তার মস্তিষ্কে বাস্তবেই কোনো সমস্যা চলে আসে, এবং এই কথাটা দুইজন মুসলিম ডাক্তার স্বীকার করে, এবং যখন সে উক্ত কথা বলে, তখন তার বাস্তবেই সমস্যা থাকে, তাহলে তখন তালাক হবে না।