বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি ইতিপূর্বেও হুবহু এই প্রশ্ন করেছেন, এবং আমরা তখনও আপনাকে উত্তর দেয়ার চেষ্টা করেছি।একই বিষয়ে বারংবার প্রশ্ন না করার অনুরোধ।
(১)
কোন স্ত্রী যদি ওয়াসওয়াসার কারনে তালাক নিয়ে চিন্তা করতে গিয়ে (ঠোট নাড়িয়ে জিহবা নাড়িয়ে তালাক নিলাম বলে, খুলা তালাক নিলাম বলে) কিন্তু শব্দ করে না, তাহলে এদ্বারাও তালাক না। (যদি তার তালাকের অধিকার থাকে।)
কেননা কথা বলার জন্য ঠোট নাড়ানোর সাথে সাথে উচ্ছারণ হওয়াও শর্ত। কাজেই বুঝা গেল, প্রশ্নবর্ণিত সূরতে তালাক উচ্ছারিত হয়নি।
(২) ওয়াসওয়াসার কারনে কেউ যদি অবচেতন মনে বির বির করে বল যে, তালাক নিলাম,তাহলে এদ্বারাও তালাক হবে না। কেননা এখানে মনে হচ্ছে, তার মস্তিষ্ক সুস্থ নয়।আর মানষিক অসুস্থ ব্যক্তির তালাক হয় না।
(৩) স্ত্রী 'তালাক নিলাম' শব্দ করে বলেছে কিনা? সেটা নিয়ে সন্দেহ থাকে, কখন তার মনে হয় যে সে বলছে আবার কখনো তার মনে হয় যে সে বলে নাই, তাহলে এদ্বারাও তালাক হবে না।
(৪) তালাক নিয়ে চিন্তা করতে করতে পাগল এর মত হয়ে যাচ্ছি, কিছুতেই এর থেকে বের হতে পারতেছি না, নিজের অনিচ্ছায় মনে মনে তালাক এর কথা বলে ফেলছি।
আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।নিজের জীবনকে নিজেই অতিষ্ট করে ফেলছেন? আপনার দায়িত্ব হল, আপনি একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, উনার পরামর্শ অনুযায়ী আ'মল করবেন।উনি যা বলবেন, সেই কথাতে বিশ্বাস স্থাপন করে নিবেন।