বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَالْمُعْتَبَرُ النَّظَرُ إلَى الْفَرْجِ الدَّاخِلِ هَكَذَا فِي الْهِدَايَةِ. وَعَلَيْهِ الْفَتْوَى هَكَذَا فِي الظَّهِيرِيَّةِ وَجَوَاهِرِ الْأَخْلَاطِيِّ. قَالُوا: لَوْ نَظَرَ إلَى فَرْجِهَا وَهِيَ قَائِمَةٌ لَا تَثْبُتُ حُرْمَةُ الْمُصَاهَرَةِ، وَإِنَّمَا يَقَعُ النَّظَرُ فِي الدَّاخِلِ إذَا كَانَتْ قَاعِدَةً مُتَّكِئَةً، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ
দৃষ্টির মাধ্যমে হুরমত প্রমাণিত হওয়ার জন্য শর্ত হল, লজ্জাস্থানের ভিতরের অংশকে দেখা।এটার উপরই ফাতাওয়া।যদি কেউ কোনো মহিলার লজ্জাস্থান দেখে,এমতাবস্থায় যে, মহিলা দাড়ানো থাকে, তাহলে এদ্বারা হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে না। লজ্জাস্থানের ভিতরে তখনই দৃষ্টি যাবে, যখন মহিলা হেলান দিয়ে পা খাড়া করে বসা থাকবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৭৪)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শশুড় কর্তৃক বউমাকে উলঙ্গ দেখার ব্যাপারে সন্দেহ নিয়ে হুরমত প্রমাণিত হবে না।