বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হাদীস সমূহের ভাষ্য থেকে আমরা অনুভব করতে পারি যে,
পর্দার সর্বমোট তিনটি স্থর রয়েছে যথাঃ-
(১)সর্বাবস্থায় মহিলাদের ঘরে অবস্থান করা।
(২)প্রয়োজনের খাতিরে ঘরের বাহিরে এক চোখ খুলা রেখে সমস্ত শরীর ঢেকে যাওয়া।
(৩)বিশেষ প্রয়োজনে হাত-পা এবং মূখ খোলা রেখে বাহিরে যাওয়া।বিস্তারিত জানুন-৫৭২
যেহেতু পর্দার প্রথম এবং সর্বোত্তম স্থর হচ্ছে,ঘরের মধ্যে পুরপুরুষের চোখের আড়ালে নারীদের অবস্থান।শুধুমাত্র বিশেষ প্রয়োজনের খাতিরে এক চোখ বা দুই চোখ খোলা রেখে নারীরা ঘরের বাহিরে যেতে পারবে।
নারীরা সর্বদাই পুরপুরুষ থেকে নিজেকে আড়াল করে রাখবে।সম্পূর্ণ আড়াল করে রাখবে।নিজের অবয়ব অন্যকে আন্দাজ করতে দেবে না।আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ۚ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ ۚ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।(৫৫/৩৪)
যেহেতু এরকম শিক্ষা প্রদাণ জরুরতের আওতাধীন নয়,তাই এমন শিক্ষার জন্য ফেইসবুকে নারী-পুরুষ উভয়ের সামনে ভিডিও ক্লাস কখনো অনুমোদিত নয়।যদিও নেকাব পরিহিতা হোক না কেন।কেননা এখানে বিশেষ কোনো প্রয়োজন নেই।শিক্ষার আরো মাধ্যম রয়েছে।যেগুলো দ্বারা ফরয আদায় করা সম্ভব হতে পারে।বা নারী পুরুষের পৃথক শিক্ষা ব্যবস্থার দ্বারাও হতে পারে।
নারীদের নির্ধারিত পৃথক ক্লাস থাকলে সেখানে মেয়েরা ক্লাস নিতে পারবে।