১. একজন ব্যাক্তি যদি বাংলাদেশ থেকে রোজা শুরু করে এবং সৌদিআরবে গিয়ে রোজা শেষ করে তাহলে সাধারণত ১টি রোজা কম হয়। যদি উভয় দেশেই ৩০ টি রোজা সম্পন্ন হয়, তাহলে স্থান পরিবর্তনের কারণে ওই ব্যাক্তির ২৯ টি রোজা রাখলেই হবে নাকি পরবর্তীতে ১ট রোজা কাজা আদায় করতে হবে?
২. যদি ২৯ টি রোজা রাখতে পারলেই ফরজ আদায় হয়ে যায়, তাহলে কেও ইচ্ছে করলে ৩০ রোজা পূর্ন করার উদ্দেশ্যে ১ টি রোজা রাখতে পারবে নাকি সেটা একবারেই অনুচিত হবে?