আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
134 views
in পবিত্রতা (Purity) by (98 points)
edited by
১)বাথরুমে গোসলের সময় বাথরুমের বাইরে নাপাক কাপড়ের বালতি রেখে দেই।সেই বালতিতে পানি ছিল ভিতরে।বালতিটি আগে বাথরুমের ভেতরে ছিল।কাপড় দিয়ে চাপ দেয়ার ফলে পানি বালতি থেকে উপচে পড়ে বাথরুমের ভিতরে।এর ফলে সেই পানি তো বালতিতে লেগেছিল।গোসলের ফলে গোসলের পানি বাথরুমের বাইরে চলে আসে।আমি বাথরুমের বাইরে সেই ভেজা জায়গায় বালতিটি রাখি।আমার মনে হচ্ছে বালতির তলা নাপাক।বাথরুমের বাইরে বালতি রাখার ফলে সেই জায়গা নাপাক হয়ে গেছে।আমি সেই পানির উপর স্যান্ডেল পরে ভেজা জায়গায় দাড়িয়েছি।যার ফলে স্যান্ডেল ভিজে যায়।এরপর আমি স্যান্ডেল পায়ে দিয়ে আমার ঘরে যায়।স্যান্ডেল পায়ে দিয়ে হাটার কারণে মেঝেতে কাদার মতো দাগ হয়ে গেছে।

*এই দাগ কি নাপাক?

*বাড়ির সবাই ভেজা খালি পায়ে ঘরে হাটাহাটি করচ্ছে।পুরা ঘর কি নাপাক?

*আমি ঘরে হেটে ভেজা পায়ে স্যান্ডেল পরেছি।স্যান্ডেল কি আবার নাপাক হয়ে গেছে?

*স্যান্ডেল যদি নাপাক হয় তাহলে কি তার উপর পানি প্রবাহ করলে হবে নাকি ঘষে পরিষ্কার করা লাগবে যেহেতু তাতে মাটি,কাদার দাগ রয়েছে ও ময়লা রয়েছে?
২)বাথরুমের বাইরে জায়গাটুকুতে ইটের উপর সিমেন্ট ঢালাই দেয়া।এখানে পানি পড়লে পানি শুকিয়ে গেলেও দাগ থেকে যায়।এখানে নাপাকি পড়লে শুকিয়ে গেলে কি পাক হয়ে যাবে যেহেতু পানির দাগ থেকে যায়?

1 Answer

0 votes
by (601,620 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় বলেছি যে,
তালাকের ওয়াসওয়াসা আসলে মাথা নাড়ালে তালাক পতিত হবে না।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)

https://www.ifatwa.info/17831 নং ফাতাওয়ায় বলেছি যে,
টাইলসের শোষণ ক্ষমতা থাকলে সে টাইলসে নাপাকি পড়ার পর তা শুকিয়ে গেলে পরবর্তীতে তাতে ভেজা পা পড়লে সেক্ষেত্রে পা নাপাক হবে না। যদিও তা অদৃশ্যমান নাপাকি হোক না কেন।
------------------
ফ্লোর যদি টাইলসবিহীন হয়, তাহলে নাপাকির ওপর পানি ঢেলে দিলে তা পবিত্র হয়ে যাবে। তবে পানি ঢালার পূর্বেই যদি শুকিয়ে যায়, তাহলেও পবিত্র হয়ে যাবে। কেননা তা মাটির হুকুমে। আর যদি ফ্লোর টাইলসবিশিষ্ট হয় এবং টাইলসগুলো আয়নার মতো সমান হয় এবং পানি চোষার ক্ষমতা না রাখে, তাহলে তা আয়নার হুকুমে। অর্থাৎ কোন কাপড় জাতীয় বস্তু দ্বারা মুছে ফেললে পবিত্র হয়ে যাবে। কিন্তু টাইলসে যদি মাটির মতো শোষণ ক্ষমতা থাকে, তাহলে তা মাটির হুকুমে। অর্থাৎ শুকানোর দ্বারা পবিত্র হয়ে যাবে। আর যদি শোষণ ক্ষমতা না থাকে এবং আয়নার মতো সমানও না হয়, তাহলে নাপাকি দূর হওয়া পর্যন্ত পানি দিয়ে তা ভালো ভাবে ধুতে হবে। (আরো জানতে দেখুন- ই’লাউস সুনান: ১/৩৯২, হিদায়া: ১/৫৬, ফতহুল কদীর: ১/১৭৪, মাবসুতে সারখসী: ১/২০৬)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি এই প্রশ্ন আরো অনেকবার করেছেন।তথায় আমরা ভালোকরে ভালোভাবে আপনার প্রশ্নের জবাব দেয়া হয়েছিল।সেই সব জবাব কেমন লাগলে তা আমাদেরকে জানাবেন।

আপনার বিবরণ সম্পূর্ণই পড়ে বলছি যে, এখানে সব কিছুই নাপাক হবে।তবে ফ্লোরে চুষার ক্ষমতা থাকলে, ফ্লোর পবিত্র হয়ে যাবে। জুতায় কোনো কিছু অবশিষ্ট না থাকলে, জুতাও পবিত্র হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 248 views
...