আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
816 views
in পবিত্রতা (Purity) by (42 points)
আঙুলে বা হাতে অনেক সময় ছোট গোটা হয়,যাকে পানি গোটা বলা হয়।এটা গলালে যে পানি বের হয় তা কি নাপাক?

আর এটা গালালে পানি গড়িয়ে পড়ে না,কিন্তু ওযু থাকা অবস্থায় একবার গলানোর পর গোটায় আবার পানি জমে যায়,আবার যদি গালাই তখনো পানি গড়িয়ে পড়ে না।এভেবে কয়েকবার  গালানোর মাধ্যমে কি ওযু ভাঙে?

1 Answer

0 votes
by (63,520 points)

 

জবাব

بسم الله الرحمن الرحيم

 

হেদায়া কিতাবে রয়েছে – “অযু ভেঙ্গে যাওয়ার অন্যতম একটি কারন হলো রক্ত, পূঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।” (হেদায়া-১/১০)

 

হাদীস শরীফে এসেছে-

হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত। রাসুলুল্লাহ বলেছেন,

إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ

শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না।” (সুনানে কুবরা লিল বায়হাকী ৫৬৮)

অন্য এক হাদীসে এসেছে -

হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত । রাসুলুল্লাহ বলেছেন,

 

مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْيٌ، فَلْيَنْصَرِفْ، فَلْيَتَوَضَّأْ

 

যে ব্যক্তির বমি হয়, অথবা নাক দিয়ে রক্ত ঝরে, বা মজি বের হয়, তাহলে ফিরে গিয়ে অযু করে নিবে। (সুনানে ইবনে মাজাহ ১২২১)

 

শরীরে বিভিন্ন কারনে ফোসকা পড়ে, এই পানিও অপবিত্র, যদি সেটি গড়িয়ে পড়ে,তাহলে অযু ভেঙ্গে যাবে।

যদি কাপড়ে এক দিরহাম সমপরিমাণ লাগে,তাহলে সেই কাপড়ে নামাজ হবে না।

 

তার চেয়ে কম লাগলে নামাজ হয়ে যাবে

 

قولہ کدم وقیح اشارۃ الی ان ماء الصدید ناقض کماء الثدی والسرۃ والاذن اذا کان لمرض علی الصحیح ۔(حاشیۃ الطحاوی علی مراقی الفلاح ص ۴۸)

সারমর্মঃ

ফোড়া বা ক্ষতস্থানের রস,অযু ভঙ্গকারী।

যেমন স্তন,নাভী,কান থেকে যদি অসুস্থতার কারনে পানি বের হয়,সেটিও নাপাক।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. শরীরের ফোসকা বা পানি গোটা গলালে যে পানি বের হয় তা নাপাক।

আরো বিস্তারিত জানুনঃ

https://ifatwa.info/12828/

 

২. প্রশ্নোক্ত ক্ষেত্রে কয়েকবার গলানোর মাধ্যমে যদি ফোসকার গলানো সব পানি এই পরিমান হওয়ার সম্ভবনা থাকে যে, সব পানি একবারে বের হলে এবং তা না মুছলে ক্ষতস্থান হতে গড়িয়ে পড়তো তাহলে ওযু  ভেঙে যাবে অন্যথায় নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by
পায়ে কিছুর সাথে লেগে ব্যথা পাওয়ার পর জায়গা টা গাঢ় লাল বা গাঢ় রং হয়ে যায় 
জায়গাটা আস্তে আস্তে শুকাবে তাই স্বাভাবিক।
সেখানে সাদা পানির রং এর পানি ওঠে, ওটা মুছেও আবার পানি আসে , কাপড়ে লাগে , আমার পায়ে বিভিন্ন জায়গায় এরকম হয়েছিল, এতে আমার কিছুই করার নেই, আমার কাপড়, ওযু কি নাপাক বা ভেঙ্গে গিয়েছিল?
আমার তো কিছুই করার নেই, সুস্থ হ ওয়ার জন্য ওটা বের হবেই, কাপড়ে ও লাগবে।
by

পায়ে কিছুর সাথে লেগে ব্যথা পাওয়ার পর জায়গা টা গাঢ় লাল বা গাঢ় রং হয়ে যায় 
জায়গাটা আস্তে আস্তে শুকাবে তাই স্বাভাবিক।
সেখানে সাদা পানির রং এর পানি ওঠে, ওটা মুছেও আবার পানি আসে , কাপড়ে লাগে , আমার পায়ে বিভিন্ন জায়গায় এরকম হয়েছিল, এতে আমার কিছুই করার নেই, আমার কাপড়, ওযু কি নাপাক বা ভেঙ্গে গিয়েছিল?
আমার তো কিছুই করার নেই, সুস্থ হ ওয়ার জন্য ওটা বের হবেই, কাপড়ে ও লাগবে।
by
শরীরের কোনো স্থানের নাপাকি  ধোয়ার পর যে পানি লেগে থাকে তা গরিয়ে পরলে কি তা নাপাক হবে? আর লম্বা চুল নাপাকি লাগার কারণে যখন ধোয়া হয়, তা থেকে গরিয়ে পরা পানি গুলো কি নাপাক? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...