আসসালামু আলাইকুম।
সম্পুর্ন পড়ে বিস্তারিত উত্তরের আনুরোধ পেশ করছি ও আশায় আছি। জাঝাকাল্ল-হ খইরন
হুজুর, আমার প্রশ্নঃ
((১) তাশাহুদ এ যদি আমি অর্থ ঠিক রেখে যেকোনো জায়গাগ থামি তাহলে কি সমস্যা?[যেমনঃঃ .اَلتَّحِيَّاتُ لِلّٰهِ(আত্তাহিয়্যাতু লিল্লাহ) তারপর والصلوات والطّيّبات(ওয়াসলাওয়া-তু ওয়াত্তয়্যিবা-ত।_এভাবে]
(২) আমরা জানি যে সালাতে এক জিনিস বার বার পড়লে সাহু সেজদাহ ওয়াজিব হয়। এখন বার বার বলতে ঠিক কতবার এবং কেমন? [ধরুুন وَّاللّٰہُ مِنۡ وَّرَآئِہِمۡ مُّحِیۡطٌ এর وَّاللّٰہُ مِنۡ وَّرَآئِہِمۡ পর্যন্ত বার বার পড়ালাম ( তোতলামি আছে তাই উচ্চারন সহীহ হচ্ছে না ভেবে বা আসলেই সহীহ হচ্ছে না)নাকি এমন..সম্পুর্ন আয়াত বার বার পড়া একই কারণে??]
(৩) নামাজে ৩ তাসবীহ পরিমান চুপ থাকলে সাাহু সেজদা ওয়াজিব হয়, এখন এটি কেমন?? [ ধরুন কোন আয়াতের পর একবারে ৩ তাসবীহ নাাকি এক আয়াত বা কিছু পড়ার পর কিছু সময় চুপ থাকলাম আবার কিছুটা পড়ে কিছু সময় চুপ থাকলা,,, এভাবে পৃথকভাবে মোট ৩ তাসবীহ??? ]