আসসালামু আলাইকুম, উস্তাদ।
একজন প্রশ্ন করেছেন,
Sometimes I knowingly start believing that there are many Gods with Allah only in my mind, then I suddenly say or think no no no these all are fake things? Will Allah forgive me?
অনুবাদ: মাঝে মাঝে ইচ্ছাপূর্বক শুধুমাত্র অন্তরে বিশ্বাস করি যে আল্লাহর সাথে আরো স্রষ্ঠা আছেন, তখনই হঠাৎ করে মনে করি বা বলি যে না না না এগুলো সব মিথ্যা। আল্লাহ কি আমাকে মাফ করবেন?
প্রশ্ন: এটা কি কুফর এবং সে কি কাফির হয়ে যাবে অর্থাৎ মুরতাদ হয়ে গেলে যেসব বিধান প্রযোজ্য তার ক্ষেত্রে কি সেরকম হবে??? আল্লাহ কি তাকে মাফ করবেন???