আমার স্ত্রী পর্দা করতো না,তখন আমারো দ্বিনী বুঝ ছিলো না। তাই কিছু বলতামনা, যখন আমি তাকে পর্দা সম্পর্কে বলি তখন সে করতে পারবে না এটা তার জন্য কষ্ট কর এমন বলেছিলো,সারাজীবন এই সব সম্পর্কে উদাসীন ছিলো একবারেই সংশোধন সম্ভব নয় তাই বলে ছিলাম ঠিকাছে তুমি পর্দা করা শুরু করো তবে হাত, মুখ খোলা রাখতে পারবে। তখন সে বলেছিলো যে এরকম হলে পারবে এরচেয়ে বেশি পারবে না। এখন মাশ আল্লাহ বাইরে গেলে মুখ ঢাকা থাকে হিজাবের সাথে মুখ ঢাকে। কুনো গায়রে মাহরাম ছেলের সাথে অতিরিক্ত কথাও বলে না। তবে সমস্যা হলো ঘরে বা নিকট বর্তী গায়রে মাহরামের সামনে মুখ ঢাকে না। কুনো পোগ্রামেও সেম মুখ ঢাকে না। আর সব ক্ষেত্রেই মাশাআল্লাহ সতর টা অন্তত ঢাকে।এই নিয়া বললে সে বলে এর চেয়ে বেশি করতে পারবে না।আমিয়ো প্রথম দিকে বলেছিলাম যে মুখ খোলা রাখতে পারো,এর বেশি করতে জোর করবো না। ( যেহেতু মতানক্য আছে আবু হানিফা সহ অনেক বড় বড় আকাবির এই মতের পক্ষে আছেন, তাছাড়া ভেবেছি অন্তত এটা করুক বাঁচার তো রাস্তা থাকবে একটা)।তার বাকি দ্বীনদারী মাশাআল্লাহ ভালো,নামাজ পরা, অন্য ইবাদত, উপার্জনে হালাল হারামের চিন্তা সব দিকেই আলহামদুলিল্লাহ। দ্বীনের কাজ করার ব্যাপরেও আগ্রহী,দ্বীন আমল নিয়েও শুধু এই একটি জায়গায় আমি ওর উপর হতাশ।
এখন আমি পর্দা নিয়ে কথা বললে জোর করলে মারাত্মক রাগারাগি করে,সে খুবই একরোখা বলে জোর করলে যেটুক করছে তাও করবে না। আবার মন চাইলে নিজে থেকেই করবে। তো কলহের ভয়ে এবং এই সব কথা বলে লাভ হবেই না বরং হিতে বিপরীত হবে এই ভয়ে এইটা নিয়ে ভালো ভাবে শাষন করতে পারছি না,তাছাড়া আমি কথা দিয়ে ছিলাম যে আর বেশি পর্দা করতে জোর করবো না।
তবে আমার কেনো জানি মনে হয় একদিন নিজ থেকে সব করবে,তবে তা তো নিশ্চিত ানা।
এখন আমি আল্লাহর কাছে খুব করো দুজনেরই হেদায়েত এর দোয়া করি, মাঝেমধ্যে মন ভালো থাকলে মন বুঝে নসীহা করি ইত্যাদি যতো রকম চেষ্টা আছে করি জোর করা ছাড়া,কারণ এই বিষয়টা ওর বুঝে না আসে তবে আমি জোর করে করানো পসিবল না,বরং উল্টোটা হবে থেকেই।
১. এই অবস্থায় আমি কি দাইয়ুস এর অন্তর্ভুক্ত হয়ে যাবো? দাইয়ুস হলে এর থেকে বাচতে কি করবো আমি? ওকে ত্যাগ করা করাই কি সমাধন?
২.এখন যে পর্দা করে কখনোই ভাবি নাই এতোটুক ও আমার কথায় হোক বা নিজ থেকে হোক করবে।তার মাঝেও কিছু ছোট ত্রুটি থাকে যেমন চলাফেরার সময় ফুলহাতা জামার হাত একটু উপরে উঠে যাওয়া,কপালের কিছু অংশ খোলা থাকা, পায়ের দিকে নিচের পাজামা(টাইট) দেখা যাওয়া. ইত্যাদি এর ফলে আমি এগুলো সংশোধন এর জন্য বলি। তাও মাঝেমধ্যে এসব ভুল থেকে যায়। পরিপূর্ণ পর্দা না হওয়ার জন্য আমি নসিহা করার পরেও এগুলো সংশোধন না হলে আৃমি কি দাইয়ুস হবো? হলে করনীয় কি? ওকে ত্যাগ করাই কি সমাধান?
৩.বউ এর মা বাবার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না ভাই একটা ছোট বাবাও ঋণের উপর আছেন সে চায় চাকরী বা কিছু করে টাকা আয় করে মা বাবাকে সাহায্য করতে, এই অবস্থায় তাকে বাইরে চাকুরির অনুমতি দিলে আমি কি দাইয়ুস হবো?
৪. আমার মা ও পর্দার ব্যাপরে খুব উদাসীন বাবা জীবিত আমার কি করণীয়?