আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,, আমার এক বোন, বয়স ৩৫।সে পরিবারকে না জানিয়ে ২১৫ সালের জুন মাসে কাজী অফিসে গিয়ে ১ লাখ টাকা দেনমোহরে ৪ জন প্রাপ্ত বয়স্ক সাক্ষী রেখে বিয়ে করেছিলো।বিয়ের পর তাদের মধ্যে কোনো স্বামি স্ত্রী সম্পর্ক হইনি।তার কিছু দিন পর ছেলেটা নোয়াখালী চলে যায়।ছেলেটার পরিবার মেয়েটাকে কখনোই মেনে নিবে না এই অজুহাতে ছেলে টা মেয়েটার সাথে আর যোগাযোগ রাখতে চাইনি এবং কখনো আমার বোনের সাথে স্বামির অধিকার ও দাবি করেনি।কিছু দিন আগে জানতে পেরেছি ছেলে টা বিয়ে করেছে।কিন্ত আমার বোনের সাথে তার তালাক হইনি।আর বিয়ে হলেও শারীরিক সম্পর্ক ও হইনি।এখন আমার বোন অন্য জায়গায় বিয়ে করতে চাইলে কি করবে??সে তার আগের বিয়ের কথা এখনো পরিবারকে জানায়নি।আর আগের স্বামি থেকে যে তালাক নিবে সেটাও জানাজানির ভয়ে নিতে পারছেনা,আর আগের স্বামির সাথে এই নিয়ে যোগাযোগ করতে পারছেনা।এই অবস্থায় বোনটির কি করনীয়।। এমতাবস্থায় আগের সম্পর্কে তালাক না দিয়ে ২য় বিয়ে করে তা কি শুদ্ধ হবে??আর তালাক না হলে ২ য় বিয়ে করার পর আগের স্বামি কি স্ত্রী দাবি করতে পেরে ঝামেলা কর‍তে পারবে???দয়া করে কিভাবে কি করলে ভালো হবে জানালে খুব উপকৃত হতাম।
জাজাকাল্লাহ খয়রন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।