বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু অনিচ্ছাকৃত হয়েছে, তাই আপনার কোনো গোনাহ হবে না। ঐ কাগজকে তুলে ফেলা সম্ভব হলে, পানিতে ফেলে দিবেন।আর সম্ভব না হলে,প্রয়োজন নাই।
(২)
সম্ভব হলে তুলে ফেলে দিবেন।
(৩)
মা বাবার কথা মতই চলবেন। কল্যাণ হবে।
(৪)
নিজের আইডি দিয়েই প্রশ্ন করবেন।
আপনি যদি কাষ্টমারকে অবগত করে দেন, এবং কাষ্টমার সন্তুষ্টিচিত্তে নেয়, তাহলে জায়েয হবে।নতুবা জায়েয হবে না।
(৬)
১ দিরহাম থেকে বেশি নাপাকি শরীরে এবং কাপড়ে নিয়ে জিকির, দুরুদ, কোরআন তিলাওয়াত, মাসআলা, পরা যাবে। সওয়াবে কোনো কমতি আসবে না। তবে আপনার উচিৎ, সর্বদা নিজের কাপড় বা শরীর কে সম্পূর্ণ নাজাসত মুক্ত রাখা।
(৭)
বাদ্যযন্ত্র থাকলে শুনা যাবে না।
(৮)
হিন্দুদের জন্য কষ্টাদায়ক কোনো পদক্ষেপ আপনার জন্য জায়েয হবে না।কেননা সেওতো মানুষ।
(৯)
নামের পিছনে ইসলাম লিখা থাকে সেই নাম লিখা কাগজ যেখানে সেখানে ফেলা যাবে।তবে না ফেলাই উত্তম।
(১০)
কেউ আমাকে টাকা দিছে পাঞ্জাবি বানানোর জন্য সেই টাকা অন্য কাজে ব্যাবহার করা যাবে না।তবে অনুমতি সাপেক্ষ্যে ব্যবহার করতে পারবেন।
(১১)
স্ত্রীকে,মহব্বত করা, তার ভরণপোষণ আদায় করা, সবকিছুই সুন্নত,ও ওয়াজিবের অন্তর্ভুক্ত।