আগের ফতোয়া:
https://ifatwa.info/42473
কমেন্টের রিপ্লাই না পেয়ে প্রশ্ন করলাম। গতকাল একটি ফতওয়া দেখলাম যে ইজাব কবুলের আগে কাবিননামা লেখা হলে স্ত্রীকে তালাক অধিকার প্রদান করা হয়না।
আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যে আমাদের কাবিননামা ও ইজাব কবুলের আগেই লেখা হয়েছিল। সেক্ষেত্রে কি উক্ত ফতোয়ার লিংকের ঘটনায় কোন তালাক পতিত হয়েছে?
আমি ভেবেছিলাম তার এই অধিকার আছে এবং তাকেও সতর্কতার জন্য জানিয়ে রেখেছিলাম যে কাবিননামায় তাকে অধিকার দেওয়া আছে যদিও আমার কোন ইচ্ছাই ছিল না। সেকারণে তখন ধরে নিয়েছিলাম যে তার কথার প্রেক্ষিতে তালাক পতিত হয়ে গেছে এবং তখন আমি রাগের মাথায় তাকে কিছু কথা বলি যেমন "এখন তো কিছু করার নেই", "বের হয়ে যাও থাকবা কিভাবে?", "শেষ হয়েই তো গেছে", "এখন কিভাবে একসাথে থাকি?" "এখন এটা তো ইরিভার্সবল হয়ে গেছে" (অর্থাৎ তার কথায় তালাক পতিত হয়ে গেছে কিন্তু এই শেষের বাক্য বলেছিলাম কিনা আমার সঠিক মনে নেই) ইত্যাদি ইত্যাদি
মূলত আমি ভেবেছিলাম যে তা** পতিত হয়েছে তার কথায় এজন্য এগুলো বলেছিলাম। নিজের কোন নিয়ত তো ছিলই না বরং আমি তা** শব্দটিও উচ্চারণ করিনি। তাকে পরিস্থিতির গুরুত্ব বুঝাতে এবং সে যেন উক্ত শব্দ আর না উচ্চারন করে তাই ভয় দেখাতে সম্ভবত কথাগুলো বলেছিলাম যে "এখন আর কিছু সম্ভব না" (হুবহু বাক্যটি মনে নেই) অর্থাৎ উপরের ধরনের কিছু বাক্য। যদিও শুধু রাগের মাথায় নাকি ভয় দেখাতে আমার স্পষ্ট মনে নেই কিন্তু তা** এর কোন নিয়ত ছিল না এবং উক্ত শব্দটিও উচ্চারণ করিনি। আমার হয়তো ধারণা হচ্ছিল যে সে আরও উচ্চারণ করলে আরো *** পতিত হবে।