বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَسْتَحْمِلُهُ فَلَمْ يَجِدْ عِنْدَهُ مَا يَتَحَمَّلُهُ فَدَلَّهُ عَلَى آخَرَ فَحَمَلَهُ . فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ " إِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ "
নাসর ইবন আবদুর রহমান কূফী (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যাক্তি এসে একটি বাহন চাইলে। কিন্তু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে তার আরোহণের জন্য কিছু পেলেন না। তাই তিনি অন্য একজনের কাছে পাঠিয়ে দিলেন, ঐ ব্যক্তি তাকে একটি বাহন দিল। পরে সে এসে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা জানালে তিনি বললেনঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মতই।
হাসান সহীহ, সহিহাহ ১১৬০, তা'লিকুর রাগীব ১/৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭০ [আল মাদানী প্রকাশনী]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
উক্ত 'খ' নামক ব্যাক্তি যদি এক্ষেত্রে তাকে সেই নেক কাজের দিকে পথ প্রদর্শনকারী হয়,দাওয়াত দাতা হয়,চেষ্টা প্রচেষ্টা কারী হয় ,তাহলে আশা করা যায়, এতে তার অনুরুপ ছওয়াব হবে,ইনশাআল্লাহ।
তবে যদি এমনটি না হয়,স্রেফ তার নামাজ,নেক কাজ দেখে 'ক' নামক ব্যাক্তি নেক কাজ করে,তাহলে এমন ছওয়াব না হলেও ছওয়াব থেকে খালি হবেনা,ইনশাআল্লাহ।
(০২)
উক্ত 'খ' নামক ব্যাক্তি যদি এক্ষেত্রে তাকে সেই নেক কাজের দিকে পথ প্রদর্শনকারী হয়,দাওয়াত দাতা হয়,চেষ্টা প্রচেষ্টা কারী হয়, তাহলে 'ক' নামক ব্যাক্তির মৃত্যু পর্যন্ত যে আমল করবে, সেটির ছওয়াব 'খ' নামক ব্যাক্তি পাবে।
(০৩)
এতে নামাজ ভেঙ্গে যাবেনা।