আসসালামু আলাইকুম
আমার কিছু প্রশ্ন ছিলো
১.আমি এতোদিন জানতাম না যে সাদাস্রাব নাপাক। আমি এক অজুতে দুই-তিন ওয়াক্ত সালাতও আদায় করেছি।আর,আগে আমার প্রচুর সাদা স্রাব যেতো।এখন কি আমাকে ওই নামাযগুল আমার কাজা করতে হবে?(আমি সিওর না যে আমার ঠিক কত ওয়াক্ত সালাতে এমনটা হয়েছিল। এখন আমার কি করনীয়?
২.গত পরশু দিন আমি যে পোশাকটা দিয়ে নামায আদায় করেছিলাম ওইটা এমন ভেজা ছিলো যে নিংড়ালে পানি পড়বে না।আর,আমি খালি মেঝেতেই নামায আদায় করেছিলাম যার পানি শোষণের ক্ষমতা নেই।তো তখন নামায আদায় কালীন সময়ে আমার ওই পোশাক টা বার বার মেঝেতে লেগেছিলো এবং ওই মেঝেটা ও কিছুটা ভিজে গিয়েছিল।আর,আমি যেহেতু আগে পাক -নাপাকের বিষয়টা খুব একটা অবগত ছিলাম না, তাই এখন খুব সন্দেহ হচ্ছে যে মেঝেতে ও নাপাকী লেগেছিলো।এখন,কি আমার ওই নামায আদায় হয় নি?
৩.কাল জায়নামাজ শরিয়াহ মোতাবেক ই ধুয়েছি।কিন্তু, কাপড় খুব মোটা হওয়ায় কিছুক্ষণ পর পর ই পানি পড়ে।আমি এইভাবে দুই-তিনবার নিংড়ে দিয়েছিলাম(,শেষ বার)এবং তখন আর এক ফোটা পানি ও ঝরে নি।কিন্তু, আবার ও কিছুক্ষন পর পানি পড়ে।ওই জায়নামাজ কি পাক হয়েছে? আর,এমনিতেও তো যেকোনো কাপড় ধোয়ার পর শুকাতে দিলে পানি পড়তে থাকে।