ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
মিকাত থেকে ইহরাম বেধে যেতে হবে।
মিকাত। হজ বা উমরা পালনকারীকে ইহরামের নিয়ত ব্যতীত এ সব স্থান অতিক্রম করা হারাম। এগুলো পাঁচটি:
ক- যুলহুলাইফা:
খ- আল-জুহফা:
গ- ইয়ালামলাম: (এটা হল,বাংলাদেশ থেকে হজ্ব উমরাহ কারীর মিকাত)
ঘ- কারনুল মানাযিল:
ঙ- যাতু ইরক:
এসব মিকাত উপরোক্ত অঞ্চলে বসবাসকারী ও যারা এ দিক থেকে হজ ও উমরা আদায় করার জন্য অতিক্রম করবে তাদের মিকাত।
যাদের বাড়ি উপরোক্ত মিকাতের অভ্যন্তরে মক্কার দিকে, তাদের হজ ও উমরার মিকাত নিজের ঘর থেকে শুরু করতে হবে।
হ্যা, নিজের বাড়ি বা ইয়ারফোর্ট থেকেও ইমরাম বেধে যাওয়া যায়।
(২)
না, মুবাইল ক্যামেরা দ্বারা ছবি ভিডিও কিছুই তুলা যাবে না।হ্যা, পরিবারের সাথে ভিডিওকলে কথা বলা যাবে।
(৩)
স্বামীর উপর পৃথকভাবে হজ্ব ফরয হয়ে থাকে। এবং সামর্থ্য থাকলে স্ত্রীর উপরও হজ্ব ফরয হয়ে থাকে।এই ফরয হওয়াটা পৃথক একটা বিধান। অর্থাৎ পৃথক পৃথকভাবে উভয়ের উপর হজ্ব ফরয হয়ে থাকে।
সুতরাং স্বামী সে তার স্ত্রী ব্যতিত একাকিও হজ্ব করতে পারবে।এবং সাথে করে মেয়েকে নিয়েও হজ্ব করতে পারবে। স্ত্রী পরবর্তীতে তার কোনো মাহরাম পুরুষকে সাথে নিয়ে হজ্বে যাবে। তবে স্ত্রীর যদি আর কোনো মাহরাম না থাকে, তাহলে স্বামীর জন্য উচিৎ স্ত্রীকে সাথে নিয়ে হজ্বে যাওয়া।
(৪)
রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছেন,
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ ، وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ ، فَقَامَ : رَجُلٌ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا ، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً ، قَالَ : اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ " .
الكتب » صحيح البخاري » كِتَاب الْجِهَادِ وَالسِّيَرِ » بَاب مَنِ اكْتُتِبَ فِي جَيْشٍ فَخَرَجَتِ امْرَأَتُهُ
তরজমাঃ- আজনবী পুরুষ-মহিলার মাহরাম ব্যতীত পরস্পর খালওয়াত তথা নির্জনে সাক্ষাৎ করবে না।এক ব্যক্তি দাড়িয়ে বলল।অমুক জিহাদে আমার আমার নাম লিখা হয়েছে,অন্যদিকে আমার স্ত্রী হজ্বে যেতে চাচ্ছে।তখন রাসূলুল্লাহ সাঃ বললেন,তুমি তোমার স্ত্রীর সাথে হজ্বে যাও। (বুখারী-২৮০০)
(৫)
হজ্বের যাবতীয় বিধি বিধান জানতে আই ও এম এর কো চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মারছুছ সাহেব কর্তক লিখিত হজ্ব ও উমরাহ কিতাব খানা সংগ্রহ করে নিবেন।