বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
- (১)ছবি সম্পূর্ণ হারাম।বিস্তারিত জানতে দেখুন- 2253নির্দিষ্ট কয়েকটি বিষয়ে ছবির অনুমোদন রয়েছে।তন্মধ্যে কিছু ক্ষেত্র রয়েছে,যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত।যেমন পাসপোর্ট ইত্যাদির জন্য ছবি তোলা।এবং কিছু ক্ষেত্র এমন রয়েছে,যাতে ফুকাহাদের মতবিরোধ রয়েছে।এর মধ্য থেকে একটি হল,শিশুদের জন্য খেলনা ও শিশুদের জন্য শিক্ষা সংশ্লিষ্ট ছবি বিধান।সুতরাং বলা যায় যে,শিশুদের জন্য ছবির বেলায় রুখসত রয়েছে কি না?এ সম্পর্কে ফুকাহাদের মতবিরোধ রয়েছে।অনেকেই পুতুল জাতীয় জিনিষকে শিশুদের জন্য হারাম ঘোষনা দিলেও শিক্ষার স্বার্থে ফটো-ছবি অনুমোদন দিয়ে থাকেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন- 2158
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার বর্ণিত বিষয়ে ছবির বিষয়টা শিশুদের শিক্ষার সাখে সংশ্লিষ্ট। সুতরাং এক্ষেত্রে ছবির হুকুমে শীতিলতা চলে আসবে। তবে সাবধান! এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে,যাতে করে ছবিতে কোনো প্রকার বেপর্দা ও উলঙ্গপনা চলে না আসে।কার্টুনে কিছু অবাস্তব দৃশ্যকল্প দেখানো হয় এবং এটা দেখা কখনো জায়েয হবে না।এত্থেকে শিশুদেরকে অনেক অনেক দূরে রাখতে হবে। আল্লাহ-ই ভালো জানেন।
- (২)বাদ্যযন্ত্রী সহকারে গান হারাম।বাদ্যযন্ত্র ব্যতীত ও গান হারাম।কেননা গানের সূরে গাওয়াও হারাম।তবে গানের সূ র ব্যতীত ইসলামি গজল,হামদ,না'ত গাওয়া যাবে।এ বিষয়ে বিস্তারিত জানুন-1898
- (৩)মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না।যখন কারো মৃত্যু হয়ে যায়,তখন তার ছবির আর কোনো প্রয়োজন থাকে না।তাই মৃত্যুর সাথে সাথেই উনার ছবি ফেল। দিতে হবে,যদি ঘরে কোথাও থাকে।মৃত ব্যক্তির সকল প্রকার মালামাল ব্যবহার করা যাবে।এতে কোনো বিধিনিষেধ নেই।স্বপ্নে দেয়া নেয়া ভালো খারাপ উভয় ধরণের ব্যাখা হতে পারে।তা স্বপ্নের বিবরণের উপর নির্ভর করবে।